শেষ আপডেট: 30th December 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যা বললেন তাতে কার্যত স্পষ্ট হয়ে গেল, আগামী ১১ জানুয়ারি আইএসএল-এর কলকাতা ডার্বি হচ্ছে না! কারণ তিনি জানিয়েছেন, সে সময়ে নিরাপত্তা দিতে পারবে না পুলিশ।
আইএসএল-এর ফিরতি ডার্বি হওয়ার কথা ১১ তারিখ। তবে গঙ্গাসাগর মেলা চলবে সেই সময়ে। তাই ম্যাচের দিন স্টেডিয়াম বা সংলগ্ন এলাকায় নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে এদিন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর কথায়, গঙ্গাসাগর মেলার জন্য অধিকাংশ পুলিশকে ম্যাচের জন্য পাওয়া যাবে না। উল্লেখ্য, আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে।
মন্ত্রীর কথায় কার্যত স্পষ্ট হয়ে গেল যে ওই দিন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ কলকাতায় হবে না। এবার ম্যাচ আয়োজনের পুরো বিষয়টি রয়েছে আইএসএল কর্তৃপক্ষের কোর্টে। তাঁরা সিদ্ধান্ত নেবেন আদতে এই ম্যাচ পশ্চিমবঙ্গের অন্য কোনও স্টেডিয়ামে করবেন নাকি অন্য রাজ্যে বা শহরে নিয়ে যাবেন। বা সেই দিন আদৌ ম্যাচ রাখা হবে কিনা।
অরূপ বিশ্বাস স্পষ্ট বলেন, রাজ্যের কাছে বেশি গুরুত্বপূর্ণ গঙ্গাসাগর মেলা। এবার তার জন্য ম্যাচ হবে না বাতিল হবে, সেই সিদ্ধান্ত তাঁরা নিতে পারেন না। বিষয়টি আইএসএল কর্তৃপক্ষ দেখবে। প্রসঙ্গত, সাধারণ কোনও ডার্বি ম্যাচ ৫০ থেকে ৬০ হাজার লোক আসেন এবং তাঁদের নিরাপত্তায় অন্তত দেড় হাজার পুলিশ থাকে। কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য ম্যাচের দিন অত সংখ্যক পুলিশ পাওয়া যাবে না বলেই অবগত করা হয়েছে।
নিরাপত্তার বিষয়টি কমপক্ষে ২৫ দিন আগে আয়োজকদের তাঁরা জানিয়েছিলেন বলে জানান রাজ্যের মন্ত্রী। একই সঙ্গে, এই ম্যাচের আয়োজক মোহনবাগানকেও চিঠি দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ১১ তারিখই ডার্বি করতে চায় ইস্ট-মোহন ক্লাব কর্তৃপক্ষ। কলকাতা না হলে, অন্য দুটি বিকল্প জায়গা নিয়ে ভাবাও হচ্ছে। জামশেদপুর বা ভুবনেশ্বরে ডার্বি করার উদ্যোগ নেওয়া হচ্ছে একান্তই তা কলকাতায় না করা গেলে।