শেষ আপডেট: 19th October 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো: ১৮ই অগস্ট। ঠিক ২ মাস আগে নিরাপত্তার কারণ দেখিয়ে, যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডুরান্ড কাপের ডার্বি বাতিল করেছিল পুলিশ।
আরজি কর মেডিক্য়াল কলেজের মহিলা চিকিৎসকের জন্য় ওই দিন এক হয়েছিল ময়দানের তিন প্রধান। বিচারের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান তোলেন ইস্ট-মোহনের সমর্থকরা। বলেন, 'ঘটি বাঙালের এক স্বর, জাস্টিস ফর আরজি কর।' সঙ্গে ছিলেন মহমেডানের অনুরাগীরাও।
২ মাসের মাথায়, আজ শনিবার আরও একটা ডার্বি। আইএসএল-এ আবার মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ম্য়াচ সেই যুবভারতীতেই। এবারও ম্য়াচ শুরুর আগে বিচারের দাবিতে এক হলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। তাঁদের দাবি, এই ডার্বি 'দ্রোহের ডার্বি'।
শনিবার সন্ধে সাড়ে ৭টায় ম্য়াচ শুরু। তার আগে, বিকেল পাঁচটায়, সল্টলেক স্টেডিয়ামকে মাঝে রেখে, একদিকে উল্টোডাঙা, অন্য় দিকে রুবির অভিমুখে মানববন্ধন কর্মসূচি করেন দুই প্রধানের সমর্থকরা।
আবার একযোগ হচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। মানববন্ধন করছেন। নির্যাতিতার জন্য় এই আন্দোলন জারি থাকার কথাও বলেন তাঁরা। শুধু মানববন্ধনই নয়, ফুটবল সমর্থকরা জানাচ্ছেন, কালো ব্য়াজ, কালো পতাকা হাতে, যুবভারতীতে আসবেন তাঁরা। দ্রোহের ডার্বিতে, ম্য়াচের হাফ টাইমে স্টেডিয়ামেই প্রতিবাদ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
আগের বার পুলিশের জন্য় ডার্বি হয়নি। আবার পুলিশ দিয়েই আটকানো হয়েছিল প্রতিবাদ কর্মসূচি। এবার মাঠেও খেলা হবে। মাঠের বাইরেও খেলা হবে। বলছেন মোহনবাগানের সমর্থকরা। মানববন্ধন করে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাবেন তাঁরা।