Latest News

ফুটবলারদের বকেয়া সাত কোটি! না মেটালে আইএসএলে নয় ইস্টবেঙ্গল

দ্য ওয়াল ব্যুরো: আগেই ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় ব্যর্থ, তারপর বড় সমস্যায় ইস্টবেঙ্গল (East Bengal)। ফুটবলারদের বকেয়া রয়েছে সাত কোটি টাকা, তার মধ্যে বিদেশী ফুটবলারদেরও বেতন বাকি। অনেকেই তার মধ্যে ফিফাকে (Fifa) জানিয়েছেন।

এএফসি-র নির্দেশিকা মেনে লাইসেন্সিং পরীক্ষায় ফেল করার নানা কারণ উঠে এলেও ফুটবলারদের বাকি বেতনের কথা প্রকাশ্যে আসেনি। কিন্তু ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, গত বছরের ফুটবলারদের বকেয়া রেখে দিয়েছে লাল হলুদ ক্লাব। তাও পরিমান কম নয়, সাত কোটি টাকা। এই অর্থ না মেটালে আইএসএলে খেলা নিয়ে সংশয় ইস্টবেঙ্গলের।

শনিবারের মধ্যে ইস্টবেঙ্গলকে আবেদন করতে হবে ফেডারেশনের কাছে, যাতে লাইসেন্সিং নিয়ে নিয়ম শিথিল করা যায়। কিন্তু এআইএফএফ এই নিয়ে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে না। তারা বিষয়টি নিয়ে আলোচনায় বসবে ৪ কিংবা ৫ নভেম্বর। তারপর তারা সিদ্ধান্ত জানাতে পারবে।

ফের যমজ সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো, নিজেই দিলেন খুশির খবর

যদিও ফুটবলারদের বকেয়া মেটাতেই হবে লাল হলুদ ক্লাবকে। তাদের বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের আধিকারিকরা এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি, কিন্তু আইএসএলে নামতে গেলে বিপুল পরিমান অর্থ মেটাতে হবে। শ্রী সিমেন্টের পক্ষ থেকে এদিন অবশ্য বলা হয়েছে, ফুটবলারদের পেমেন্ট মিটিয়ে দেওয়া হলেও সেটি ওয়েবসাইটে তোলা হয়নি।

এই বক্তব্যের সারবত্তা কতটুকু, তা খতিয়ে দেখবে লাইসেন্সিং কমিটি। কেননা ফুটবলারদের পেমেন্টের কাগজও ফেডারেশনের কাছে জমা করতে হয়, তা ঠিক সময়ে করা হয়েছে কিনা, তা দেখা হবে সভায়।

এই মরশুমে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আইএসএলের সব ক্লাবগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন করেন এফএসডিএল কর্তারা। লাল হলুদের পক্ষ থেকে ছিলেন মুখ্য আধিকারিক শিবাজী সমাদ্দার। তিনি শর্তপূরণের বিষয়ে সেরকম ব্যাখ্যা দিতে পারেননি, যে কারণে লাইসেন্সিং পরীক্ষায় পাস করতে পারেনি তারা।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like