শেষ আপডেট: 29th February 2024 21:47
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের মূল কোচ কার্লোস কুয়াদ্রাত ছিলেন না। তিনি গত ম্যাচে কার্ড দেখার কারণে ডাগআউটে বসতে পারেননি। কোচহীন লাল হলুদ দলকে নিজেদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে ওড়িশা এফসি। যারা লিগে তালিকার শীর্ষে রয়েছে।
ম্যাচের ৩২ সেকেন্ডে লাল হলুদ দলের পক্ষে পিভি বিষ্ণু গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। সেই সুবিধে তারা নিতে ব্যর্থ। ওড়িশা এফসি-র হয়ে পেনাল্টিতে সমতা ফেরান দিয়েগো মরিসিও। জয়ের গোলটি ঘরের দলের পক্ষে করেছেন ৬১ মিনিটে প্রিন্সটন রেবেলো। তারপরে প্রায় আধঘণ্টার বেশি সময় পেয়েও গোল করতে পারেন ক্লেটন সিলভারা।
আইএসএলে আজকের ম্যাচের আগে ইস্টবেঙ্গল এফসি ও ওডিশা এফসি-র মধ্যে যে সাতবার দেখা হয়েছিল। এই ছ’বারের মুখোমুখিতে মোট ৩৮টি গোল হয়েছে। ইস্টবেঙ্গল ১৬ ও ওড়িশা ২২ গোল করেছে। ওড়িশা জিতেছে পাঁচবার, ইস্টবেঙ্গল একবার, আর চলতি মরশুমের প্রথম মুখোমুখিতে একমাত্র ড্র হয় গোলশূন্য অবস্থায়। এবার আবার জিতল সার্জিও লোবেরোর দল। তারা অনেকটাই এগিয়ে গিয়েছে।
আইএসএলে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল আটেই রয়ে গেল। বরং ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ওড়িশা দল শীর্ষেই রয়েছে। মোহনবাগানের কাজ খানিকটা কঠিন হয়ে গিয়েছে। তাদের ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট। শুক্রবার ঘরের মাঠে জামশেদপুরকে হারাতে পারলে হাবাসের দলের সঙ্গে ওড়িশার পয়েন্টের ব্যবধান হবে দুই পয়েন্টের।
এদিন ইস্টবেঙ্গল যথারীতি গোলের বহু সুযোগ নষ্ট করেছে। দলের অধিনায়ক ক্লেটন একাধিকবার গোলের জায়গায় গিয়েও আসল কাজ সারতে পারেননি। এদিন দলের সহকারী কোচ প্রথম একাদশে রেখেছিলেন সুহের ও মান্দারকে রেখেছিলেন। তাতে কাজের কাজ কিছু হয়নি। তবে বিষ্ণু ভাল খেলেছেন। তিনি উইং বরাবর আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও মাঝমাঠে সমঝোতার অভাব চোখে পড়েছে। নন্দকুমার পরে মাঠে নামেন। সেইসময় ঘরের মাঠে খেলা ধরে নিয়েছে ওড়িশা। তারা দুটি প্রান্ত বরাবর আক্রমণ সচল রেখেছিল।