শেষ আপডেট: 26th February 2025 21:56
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্সে ওঠার সম্ভাবনা কিছুটা হলেও বাঁচিয়ে ইস্টবেঙ্গল। ম্যাচের একেবারে শেষ বেলায় হায়দরাবাদ এফসি-র ফুটবলার মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে সেই সম্ভাবনা আচমকাই উজ্জ্বল হয়ে উঠল। এবার দেখা গেল মেসি ম্যাজিক। শেষপর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে লাল-হলুদ ব্রিগেড। আপাতত ইস্টবেঙ্গল ২২ ম্যাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করল। পাশাপাশি লিগ টেবিলে তারা আট নম্বরে উঠে এসেছে। চলতি ইন্ডিয়ান সুপার লিগে পঞ্চম আত্মঘাতী গোল হজম করতে হল হায়দরাবাদ এফসিকে।
বুধবারের ম্যাচের নায়ক অবশ্যই মেসি বাউলি। গোটা ম্যাচেই তিনি যথেষ্ট খেটে ফুটবলটা খেলছেন। কখনও উপরে উঠে, কখনও মাঝমাঠে, কখনও বা আবার নীচে নেমে তাঁকে ফুটবল খেলতে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত ম্যাচের ৯৩ মিনিটে সাউল ক্রেসপোর পা থেকে তিনি বলটা পেয়েছিলেন। এরপর কার্যত একক দক্ষতায় তিনি ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটা করেন। সেন্টার বক্স থেকে তাঁর বাঁ পায়ের জোরাল শট বটম লেফট কর্নার দিয়ে হায়দরাবাদের গোলে জড়িয়ে দেন তিনি। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট নিশ্চিত হয়ে যায়।
তবে কিছুক্ষণ আগেই প্রথম ধাক্কাটা খেয়েছিল হায়দরাবাদ এফসি। আত্মঘাতী গোল করেছিলেন মনোজ মহম্মদ। তবে ম্যাচের ৮৫ মিনিটে কর্নার থেকে বলটা অসাধারণ বাড়িয়ে ছিলেন রিচার্ড সেলিস। সেই বলে চোখ রেখে গোলের দিকে এগিয়ে আসেন ডেভিড হামার। মনোজের দূর্ভাগ্য যে বলটা তাঁর পায়ে শেষমুহূর্তে লাগে। নাহলে ডেভিড নিশ্চিতভাবে দলের প্রথম গোলটা করতে পারতেন। তবে গোল যেভাবেই আসুক না কেন, ইস্টবেঙ্গলের জয়ের ক্ষেত্রে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ।
পয়েন্ট টেবিলে আট নম্বরে উঠে আসার পাশাপাশি লাল-হলুদ ব্রিগেড যে ওড়িশা এফসি-র বিরুদ্ধে যথেষ্ট চাপ বাড়াল, তা নিশ্চিতভাবে বলা যেতে পারে। কারণ ওড়িশা আপাতত ২৯ পয়েন্ট ঝুলিতে নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে দাঁড়িয়ে রয়েছে। পরের ম্যাচটাও ইস্টবেঙ্গল ঘরের মাঠেই খেলতে নামবে। আগামী রবিবার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে বেঙ্গালুরু এফসি। অস্কার জানিয়ে দিয়েছেন, এই ম্যাচেও জয় ছাড়া তাঁর দল অন্যকিছু আপাতত ভাবছে না।