শেষ আপডেট: 5th March 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: ফের এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ এফকে আর্কাদাগ। ম্যাচটি বুধবার (৫ মার্চ) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করা হবে।
ইস্টবেঙ্গল এফসি-র অবস্থা আপাতত খুব একটা ভাল নয়। চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফ থেকে তারা ইতিমধ্যে ছিটকে গিয়েছে। অস্কার ব্রুজোঁর দল আপাতত এই কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে চোখ রেখেছে।
ইতিপূর্বে, এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভূটান গিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। সেখানে লাল-হলুদ ব্রিগেড দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। তিনটে ম্যাচের মধ্যে দুটোয় তারা জিতেছিল। আর একটা ম্যাচ ড্র করেছিল। গ্রুপ এ'র শীর্ষস্থান তারা দখল করেছিল।
আপাতত ইস্টবেঙ্গল চার ম্যাচে অপরাজিত রয়েছে। আইএসএল থেকে ইতিমধ্যে বিদায় নেওয়ার কারণে, বাড়তি কোনও চাপ আপাতত নেই। এই পরিস্থিতিতে অস্কার ব্রুজোঁর ছেলেরা এই টুর্নামেন্টে মনোনিবেশ করতে পারবে বলে আশা করা হচ্ছে। এএফসি প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের পারফরম্যান্স বরাবরই বেশ ভাল। তারা খুব ভাল করেই জানে, প্রথম লেগের ম্যাচটা জিততে পারলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাবে।
এবার আসল প্রশ্নে আসা যাক। কোথায় দেখা যাবে এই ম্যাচ? দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচের কোনও সরাসরি সম্প্রচার টেলিভিশনের পর্দায় করা হবে না। তবে অনলাইনে আপনি ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে এই ম্যাচ উপভোগ করতে পারবেন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হবে।