শেষ আপডেট: 19th October 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মহাযুদ্ধ। এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্রথম চার ম্যাচে জিততে পারেনি ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যে হারের ব্যর্থতা নিয়ে দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাদ। তাঁর সিংহাসনে বসেছেন অস্কার ব্রুজোঁ। সত্যি কথা বলতে কি দেওয়ালে ইতিমধ্যেই পিঠ ঠেকে গেছে। তবে চার ম্যাচ পরেও জয়ের আশা দেখছেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি হুঙ্কার দিলেন কলকাতা ডার্বি থেকেই ঘুরে দাঁড়াবে মশালবাহিনী।
লাল হলুদের শীর্ষকর্তা জানান, এই ম্যাচে কোনওরকম দেখাদেখি চলে না। মাঠে যারা বেশি ‘মাস্তানি’ করবে সেই দলই জিতবে। যে দল সমর্থকদের চাপ নিয়েও শান্তভাবে মাঠে নামতে পারবেন জিত তাঁদেরই হবে।
খারাপ ফলাফলের কথা স্বীকার করলেও তিনি আশাবাদী ডার্বি ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে দল। খেলোয়ারদের এবার বোঝা উচিত কোন ম্যাচ কীভাবে খেলবেন। দলে যারা আছেন সবাই প্রফেশনাল। আশা করি শনিবারের ম্যাচে ভাল ফল করবে দল।
ম্যাচের আর বেশিক্ষণ বাকি না থাকলেও লাল হলুদ শিবিরকে ভাবাচ্ছে অন্য একটি বিষয়। দেবব্রত জানান, শুনেছি শনিবার আরজি করের ন্যায়বিচারের দাবিতে সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত একটি মহামিছিলের আয়োজন করা হয়েছে। তার রেশ যদি আচমকা যুবভারতী স্টেডিয়ামে এসে পড়ে তাহলে কী হবে? দেবব্রত এরপরই দর্শকদের শান্তিশৃঙ্খলা বজায় রেখে মাঠে আসার আবেদন জানান। তাঁর কথায় উঠে আসে গত ১৮ অগস্ট ডার্বি বাতিলের প্রসঙ্গও।
তিনি মনে করিয়ে দেন, বিগত ম্যাচে খারাপ খেললেও আইএসএল ডার্বিতেই ঘুরে দাঁড়াবে দল। তাঁর কথায় গত ম্যাচে আমাদের বল পজিশন অনেক বেশি ছিল। কিন্তু জঘন্য রেফারিংয়ের শিকার হচ্ছে দল।
এমনিতেই চার ম্যাচের একটাতেও জিততে পারেননি ক্লেইটন সিলবারা। পাঁচ নম্বর ম্যাচে আবার সামনে সবুজ মেরুন শিবির। ডার্বি জিতলে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে লাল হলুদ। কিন্তু হেরে গেলে টিমের মনোবল বড় ধাক্কা খাবে। দেবব্রত বলেন, নতুন করে এই ম্যাচের আগে খেলোয়াড়দের কিছু বলতে হয়নি। ওরা সবাই অভিজ্ঞ। ম্যাচ জেতার জন্য সবাই মরিয়া।
লাল হলুদের শীর্ষ কর্তা আরও জানান, শনিবার ভোর রাতেই কলকাতায় আসতে পারেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজোঁ। যুবভারতী স্টেডিয়ামে ডার্বি ম্যাচে লাল হলুদের ডাগ আউটেও কোচ হিসেবে বসতে পারেন তিনি।