শেষ আপডেট: 31st January 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গল এফসি-র খারাপ সময় যেন কিছুতেই কাটতে চাইছে না। শুক্রবার তারা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে। কিন্তু, এই ম্যাচে দলের তারকা ডিফেন্ডার হিজাজি মাহের খেলতে পারবেন কি না, তা নিয়ে একটি ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আসলে, ঘটনাটি গত মঙ্গলবারের। অনুশীলন করার সময় হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন জর্ডনের এই তারকা ডিফেন্ডার। সূত্রের খবর, চোটের পরিমাণ এতটাই গুরুতর ছিল যে শেষপর্যন্ত চোখের জলে তাঁকে মাঠ ছাড়তে হয়। শোনা যাচ্ছে, বাকি মরশুম তিনি আর খেলতেই পারবেন না। সেক্ষেত্রে যে দলের সমস্যা যে অনেকটাই বাড়বে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
এখনও পর্যন্ত আইএসএল ময়দানে মুম্বই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল মোট ৯ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে হাফডজন ম্যাচে জয়লাভ করেছে মুম্বই। অন্যদিকে, জোড়া ম্যাচ জিততে পেরেছে লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে শুক্রবারের ম্যাচে কী পরিণতি হয়, সেদিকেই আপাতত দুই দলের সমর্থকরা তাকিয়ে রয়েছেন।
তবে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে যদি ইস্টবেঙ্গলকে জিততে হয়, তাহলে পিভি বিষ্ণুকে ফের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। চলতি মরশুমে বিষ্ণু মোট ৪ গোল করেছেন। নন্দকুমার শেখরের (২০২৩-২৪ মরশুমে ৫ গোল) রেকর্ড স্পর্শ করতে হলে, তাঁকে আরও একবার বিপক্ষের জালে বলটা জড়াতে হবে। আশা করা যায়, এই ম্যাচেই বিষ্ণু সেই কাঙ্খিত রেকর্ড স্পর্শ করতে পারবেন।
চলতি মরশুমে ইস্টবেঙ্গল এফসি এখনও তাঁদের সেই চেনা ছন্দ খুঁজে পায়নি। শেষ আটটা অ্যাওয়ে ম্যাচের মধ্যে তারা মাত্র একটাতেই জয়লাভ করেছে। একটা ড্র করেছে। এবং বাকি ৬ ম্যাচে তারা হেরে গিয়েছে। শেষ জোড়া অ্যাওয়ে ম্যাচে তো জয়ের মুখই তারা দেখতে পায়নি। তবে গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-১ গোলে জয়, কিছুটা হলেও যে এই দলটার আত্মবিশ্বাস ফেরাতে পারবে, তা আশা করা যেতেই পারে।
বর্তমানে আইএসএল পয়েন্টস টেবিলে লাল-হলুদ ব্রিগেড ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। গত পাঁচটা ম্যাচের মধ্যে তারা একটাই মাত্র জিততে পেরেছে। আর একটা ম্যাচ ড্র করেছে। হেরেছে তিনটে ম্যাচ। ইস্টবেঙ্গলের ঝুলিতে এখনও পর্যন্ত মোট ১৭ পয়েন্ট এসেছে। অন্যদিকে ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে থাকা আইল্য়ান্ডার্সদের ঝুলিতে রয়েছে আরও ১০ পয়েন্ট বেশি। এই ম্যাচটা জিততে পারলে মুম্বই প্লে-অফের লড়াইয়ে কার্যত নাম লিখিয়ে ফেলতে পারবে। শেষপর্যন্ত ম্যাচের ফলাফল কী হয়, তা দেখার জন্য সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।