শেষ আপডেট: 25th January 2025 07:57
দ্য ওয়াল ব্যুরো : ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-১ গোলে জয়লাভ করে। আর ম্যাচের তারকা অবশ্যই লাল-হলুদের মিডিও জেনারেল পিভি বিষ্ণু। ম্যাচের ২১ মিনিটে কার্যত একক দক্ষতায় তিনিই প্রথম গোলটি করেছিলেন।
প্রায় মাঝমাঠ থেকে ক্লেইটন সিলভার বাড়ানো লম্বা শটে বলটা পেয়েছিলেন বিষ্ণু। এরপর তিনি নিখুঁতভাবে ব্লাস্টার্স ডিফেন্ডার ফ্রেডি লালাওয়ামাকে পরাস্ত করলেন। শেষবেলায় টুক করে বলটা কেরালার গোলকিপার সচিন সুরেশের মাথার উপর দিয়ে তিলে দেন। এই গোলটা শুধুমাত্র দৃষ্টিনন্দনই ছিল না, বরং চলতি মরশুমে বিষ্ণুর পা থেকে চার নম্বর গোল ছিল। প্রতিটা ম্যাচেই বিষ্ণুর পারফরম্যান্স যে ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয় জয় করছে, তা চোখ বন্ধ করে বলা যায়।
ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ তরুণ মিড ফিল্ডারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। এমনকী, এও জানিয়েছেন বিষ্ণুর পারফরম্যান্স নিয়ে মানোলো মার্কোয়েজের সঙ্গে তাঁর একপ্রস্থ কথাবার্তাও হয়েছে। ব্রুজোঁ মনে করেন যে বিষ্ণু যেভাবে পারফরম্যান্স করছেন, তাতে অচিরেই তাঁর সামনে জাতীয় ফুটবল দলের দরজা খুলে যাবে। তিনি বললেন, 'আমি আপনাদের কাছে লুকবো না যে গত সপ্তাহেই ভারতীয় জাতীয় দলের ফুটবল কোচের সঙ্গে এই ব্যাপারে আমার কথা হয়েছে।'
বিষ্ণুর স্কিলের উপর পূর্ণ আস্থা রয়েছে অস্কারের। তিনি বললেন, 'ওঁকে (মার্কোয়েজ) এবার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবে আমি নিশ্চিন্তে দাবি করতে পারি যে বিষ্ণুর মধ্যে জাতীয় দলে খেলার ক্ষমতা রয়েছে। আপাতত দুর্দান্ত ফর্মে ও রয়েছে। শুধুমাত্র আমাদের ক্লাব বলে বলছি না, এবারের আইএসএল মরশুমে ও অন্যতম সেরা পারফরমার। এই সময় ওর পাশে দাঁড়ানোটা দরকার। কারণ আমি সবসময় একটাই কথা মনে করি, বিষ্ণুর মধ্যে এখনও অনেক ফুটবল বাকি রয়েছে।'