শেষ আপডেট: 11th March 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যালেঞ্জ লিগে রিটার্ন লেগের কোয়ার্টার ফাইনাল বুধবার (১২ মার্চ) আয়োজন করা হবে। এই ম্যাচ খেলার জন্য ইতিমধ্যে তুর্কমেনিস্তানে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। কিন্তু, বিদেশের মাটিতে পা রাখতে না রাখতেই একাধিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এই পরিস্থিতিতে এফকে আর্কাদাগের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কতটা ভাল পারফরম্যান্স করতে পারবে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে ম্যাচের আগে ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁর গলায় একেবারে উল্টো সুর শুনতে পাওয়া গেল। তিনি বললেন, 'এই মরশুমে আমরা বেশ কয়েকটা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলাম। চোটের কারণে বেশ কয়েকবার দলের ফরমেশনও বদল করতে হয়েছে। তবে আপাতত এই দলটা খুব ভাল জায়গায় রয়েছে।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আশা করছি, এই ম্যাচে দলের অধিকাংশ ফুটবলারই খেলার মতো জায়গায় রয়েছেন। এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে মাঠে নামার জন্য সবাই একেবারে মুখিয়ে রয়েছে।'
প্রসঙ্গত, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তুর্কমেনিস্তানের জন্মগ্রহণ হয়। গোটা দেশের ইন্টারনেটে কড়া নজরদারি রাখা হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে রাখা হয়েছে। ২০২৩ সালে ফ্রিডম হাউসের পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক স্বাধীনতার বিচারে তুর্কমেনিস্তান ১০০-র মধ্যে মাত্র ২ পেয়েছিল।
গত ৫ মার্চ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্কাদাগের বিরুদ্ধে প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। গুরবানোভের গোলে এই ম্য়াচটা আর্কাদাগ ১-০ গোলে জিতেছিল। ফিরতি লেগের ম্য়াচটা আর্কাদাগ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। দুটো লেগ মিলিয়ে যে দল জয়লাভ করবে, সেমিফাইনাল পর্বে তারা কুয়েতের আল-আরবি কিংবা ওমানের আল-সাইব দলের বিরুদ্ধে খেলতে নামবে।
ব্রুজোঁ আরও বললেন, 'বেশি কথা বলার সময় এটা নয়। আমরা সবাই পেশাদার। ওদের কী করতে হবে, সেটা সকলেই খুব ভাল করে জানেন। আমরা সেটার জন্য একেবারে প্রস্তুত আছি। এই ম্য়াচটা জেতার আপ্রাণ চেষ্টা আমরা করব।'
প্রসঙ্গত, ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্সের লড়াই থেকে ইস্টবেঙ্গল ইতিমধ্যে ছিটকে গিয়েছে। এর পাশাপাশি চলতি মরশুমে ইস্টবেঙ্গল আরও দুটো ট্রফি খেলেছে। গত এপ্রিল মাসে তারা সুপার কাপ জয় করেছিল। এছাড়া এশিয়ান ফুটবলের তৃতীয় ডিভিশন টুর্নামেন্ট চ্যালেঞ্জ লিগে তারা খেলছে।