শেষ আপডেট: 8th February 2025 20:40
দ্য ওয়াল ব্যুরো : দুরন্ত গতিতে আপাতত দৌড়চ্ছে চেন্নাই এক্সপ্রেস। শনিবার (৮ ফেব্রুয়ারি) ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নেমেছে। এটা লাল-হলুদের হোম ম্যাচ। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত হোম ক্রাউডের ফায়দা তুলতে পারেন। দুই ফুলব্যাকের বদান্যতায় জোড়া গোল হজম করল ইস্টবেঙ্গল। দিয়ামান্তাকোস কয়েকটা সুযোগ তৈরি করার চেষ্টা করলেও, সেটা আদতে কোনও কাজে লাগেনি। ম্য়াচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল ০-২ গোলে পিছিয়ে রয়েছে।
ম্যাচের ১৩ মিনিটে নিশু কুমারের আত্মঘাতী গোলে প্রথম ধাক্কা খেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এরপর মাত্র ৭ মিনিটের মধ্যেই আসে দ্বিতীয় গোল। গোল করলেন উইলমার জর্ডন। ঘরের মাঠে প্রিয় দলের এমন পারফরম্য়ান্স দেখার পর মশালবাহিনী খুব স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েছে। এই ম্যাচটা হারলে অস্কার ব্রুজোঁর দলের সামনে প্লে-অফের দরজা যে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে, তা বলা যেতেই পারে। আর সেকারণেই বোধহয় বারংবার মেজাজ হারিয়ে ফেলছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছর ৭ ডিসেম্বর চেন্নাইয়ের এই ফুটবল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্য়াচে এই জয়ের ধারা শনিবারও অব্যাহত রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার। ইস্টবেঙ্গল সমর্থকদের আশা, ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের ফুটবলাররা রাজার মতো ফিরে আসতে পারবে।
তবে এই ম্য়াচে নিশু কুমারের পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। প্রথম গোলটার ক্ষেত্রে তিনি 'ভিলেন' হয়ে উঠেছেন। কেন আরও সলিড ডিফেন্স গড়তে পারলেন না তিনি, তা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কারণ তিনি বলটা ছেড়ে দিলেও চেন্নাইনের অপর ফুটবলার গোল করার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। ফলে শেষরক্ষা হত না। দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও অনেকে তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছেন। দ্বিতীয়ার্ধে তিনি যাবতীয় অপমানের জবাব দিতে পারেন কি না, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে।