শেষ আপডেট: 6th March 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের সময়টা একেবারে ভাল যাচ্ছে না। ২০২৪-২৫ ISL টুর্নামেন্টে তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকরা যারপরনাই হতাশ ছিলেন। কিন্তু, সেই কাটা ঘায়ে এবার নুনের ছিটে দিল এফসি চ্যালেঞ্জ লিগে আর্কাদাগ এফকে-র বিরুদ্ধে পরাজয়। বুধবার (৫ মার্চ) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের এই দলটার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু, শেষপর্যন্ত তারা ১-০ গোলে হেরে গিয়েছে।
এই ম্যাচ শেষ হতে না হতেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, একদল ইস্টবেঙ্গল সমর্থক স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। মশালবাহিনীর এই হতশ্রী পারফরম্যান্স তাঁরা একেবারে মেনে নিতে পারছেন না। এমনকী, তাঁরা দলের কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ জানানোর ব্যাপারে উদ্যত হয়েছিলেন। একজন সমর্থক একরাশ ক্ষোভ নিয়ে বলেন, 'আমাদের আবেগের কোনও দাম নেই? ইয়ার্কি হচ্ছে এগুলো?' ভিডিওর বেশ কয়েকটি জায়গায় অশ্রাব্য গালিগালাজ থাকার কারণে, তা এই প্রতিবেদনে দেওয়া সম্ভব হল না।
এই ভিডিওয় বাংলার স্বনামধন্য গায়ক তথা ইস্টবেঙ্গল সমর্থক মনোময় ভট্টাচার্যকেও দেখতে পাওয়া গিয়েছে। তাঁর কাছেই বিক্ষুব্ধ সমর্থকরা নিজেদের অভিযোগ জানাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। শেষপর্যন্ত মনোময় ভট্টাচার্য বললেন, 'জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের আশা নিয়ে চলতে হয়। এই হারের পর আমাদের সকলের খারাপ লাগছে। তবে যতটা তাড়াতাড়ি সম্ভব জয়ের সরণীতে ফেরা যায়, সেটাই সকলে চেষ্টা করছেন।'
প্রসঙ্গত, ম্যাচের ১০ মিনিটেই ফলাফল কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল। আর্কাদাগের হয়ে গোল করলেন গুরবানোভ। বক্সের ঠিক বাইরেই বলটা পেয়েছিলেন গুরবানোভ। ইস্টবেঙ্গেল ডিফেন্ডারদের তিনি কার্যত রক্ষণ হিসেবে ব্যবহার করলেন। গোলপোস্টের বাঁ দকের কোণ ধরে বলটা লাল-হলুদের জালে জড়িয়ে গেল। প্রভসুখন সিং ডাইভ দিলেও, কোনও লাভ হয়নি।
দ্বিতীয় লেগের কোয়ার্টার ফাইনালের দিকে আপাতত লাল-হলুদ ব্রিগেডকে তাকিয়ে থাকতে হবে। আগামী ১২ মার্চ এই দুটো দলের মধ্যে রিটার্ন লেগের ম্যাচ আয়োজন করা হবে। অ্যাওয়ে ম্যাচেও লাল-হলুদ ব্রিগেড কতটা সুবিধে করতে পারবে, তা নিয়ে দলের সমর্থকরা ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করছেন। কারণ ইস্টবেঙ্গলকে শুধুমাত্র জিতলেই হবে না, গোলের ব্যবধানটাও মাথায় রাখতে হবে।