শেষ আপডেট: 31st January 2025 22:07
দ্য় ওয়াল ব্যুরো : মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে গোল করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারল না ইস্টবেঙ্গল। শুক্রবারের (৩১ জানুয়ারি) এই ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ম্যাচটা ড্র করলেও লিগ টেবিলে তারা ১০ নম্বরে উঠে এসেছে।
এই ম্যাচে দুটো দলই কার্যত নির্বিষ ফুটবল খেলল। যদিও ৪৪ মিনিটে একটা নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করলেন দিয়ামান্তাকোস। বিপক্ষের ২ ডিফেন্ডারকে কাটিয়ে সুন্দর একটা পাস বাড়িয়েছিলেন পিভি বিষ্ণু। মাত্র ২ গজ দুরত্বে কার্যত ফাঁকা গোল পেয়েছিলেন দিয়ামান্তাকোস। কিন্তু, সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারলেন না। উল্টে তিরিকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন তিনি।
ম্যাচের ৭৫ মিনিটে গোল করার আরও একটি সুযোগ পেয়েছিলেন লাল-হলুদ ব্রিগেডের এই গ্রিক ফরোয়ার্ড। বিদ্যুৎ গতিতে দিয়ামান্তাকোসের হেডার মুম্বইয়ের দিকে ধেয়ে গেলেও, শেষপর্যন্ত গোলপোস্টে ধাক্কা খেয়ে তা ফিরে আসে। এছাড়া ইস্টবেঙ্গলের সামনে তেমন কোনও গোল করার সুযোগ আসেনি।
তবে ম্যাচের শেষের দিকে বেশ কয়েকটা দুর্দান্ত সেভ করলেন মশালবাহিনীর গোলরক্ষক প্রভসুখন গিল। প্রথমে ম্যাচের ৮০ মিনিটে তিনি জর্জ ওর্তিজ মেন্ডোজার একটি নিশ্চিত গোলমুখী শট বাঁচিয়ে দেন। এরপর ৮৪ মিনিটে রালতের একটা লম্বা শটও তিনি অসাধারণ দক্ষতায় বাঁচালেন।
এই ম্যাচের শেষে আইএসএল লিগ টেবিলে দশ নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল এফসি। ১৮ ম্যাচে তারা মোট ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ পাঁচটা ম্যাচের মধ্যে লাল-হলুদের ঝুলিতে এসেছে একটাই মাত্র জয়। একটা ম্যাচ তারা ড্র করেছে। আর বাকি তিনটে ম্যাচই হেরে গিয়েছে। অন্য়দিকে মুম্বই সিটি এফসি অবশ্য ৬ নম্বরেই রয়েছে। ১৮ ম্যাচে তারা ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে। একই পয়েন্টে অবশ্য চতুর্থ এবং পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। লিগ টেবিলের শীর্ষে আপাতত শাসন করছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে।