শেষ আপডেট: 5th March 2025 21:44
দ্য ওয়াল ব্যুরো: ভাগ্যের চাকা ঘোরাতে পারল না ইস্টবেঙ্গল এফসি। চলতি ISL টুর্নামেন্টে তারা একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। এমনকী, প্লে-অফের দরজা ইতিমধ্যে তাদের সামনে বন্ধ হয়ে গিয়েছে। আশা ছিল, এএফসি চ্য়ালেঞ্জ লিগে হয়ত তারা ভাল পারফরম্যান্স করতে পারবে। কিন্তু, সেটাও আপাতত হল না।
বুধবার প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্কাদাগ এফকে-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচ চলাকালীন দুটো দলের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে সেটা হাতাহাতি এবং ধাক্কাধাক্কির পর্যায়েও চলে গিয়েছিল। কী হয়েছিল ঘটনাটি, আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
ঘটনাটি ম্যাচের ৮৮ মিনিটের। ইস্টবেঙ্গলের সুপারস্টার মেসি বাউলি বিপক্ষের এক ফুটবলারকে ফাউল করেছিলেন। এই ঘটনায় রেফারি খেলা থামিয়ে দিতে বাধ্য হন। এরপরই লাল-হলুদ ফুটবলাররা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। পাল্টা চড়াও হয় আর্কাদাগের ফুটবলাররাও। চোখের নিমেষে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। চলে ধাক্কাধাক্কি এবং হাতাহাতিও। পাশাপাশি গ্যালারি থেকে ইস্টবেঙ্গল সমর্থকরাও এই সিদ্ধান্তের কারণে রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
যদিও সাময়িক বিরতির পর ফের শুরু হয় খেলা। কিন্তু, ইস্টবেঙ্গল আর এই ম্যাচে ফিরতে পারেনি। ০-১ গোলে তারা এই ম্যাচটা হাতছাড়া করে। ম্যাচের ১০ মিনিটে গোল করেছিলেন গুরবানোভ। এরপর ইস্টবেঙ্গলের কাছেও অবশ্য বেশ কয়েকটা গোল করার সুযোগ এসেছিল। কিন্তু, সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। আপাতত লাল-হলুদ সমর্থকরা ১২ মার্চের জন্য অপেক্ষা করছে। রিটার্ন লেগের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচটা তারা জিততে পারে কি না, আপাতত সেটাই দেখার।