শেষ আপডেট: 12th March 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যালেঞ্জ লিগে দ্বিতীয় লেগের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি। এফকে আর্কাদাগের বিরুদ্ধে শুরুতেই মশাল জ্বালাল লাল-হলুদবাহিনী। আপাতত মেসি বাউলির গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। ১ মিনিটের মাথায় মেসির পা থেকে গোলটি বেরিয়ে আসে।
তখন সবেমাত্র ম্যাচটা শুরু হয়েছে। ঠিক করে ঘুমও ভাঙেনি আর্কাদাগ ডিফেন্সের। ইস্টবেঙ্গলে লিড এনে দিলেন মেসি বাউলি। ম্যাচের প্রথম মিনিটেই ইস্টবেঙ্গলের অর্ধ থেকে ফ্রি-কিক বাড়ানো হয়েছে। সেই ভেসে আসা বলে মেসি হেড দেন। সেই বলে লেখা ছিল দিয়ামান্তাকোসের ঠিকানা। এরপর দিয়ামান্তাকোস ফের মেসির দিকে বলটা বাড়িয়ে দেন। অবশেষে হালকা ট্যাপ করে আর্কাদাগের জালে বলটা জড়িয়ে দেন। আপাতত দুটো লেগ মিলিয়ে দুই দলই ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৯ মার্চ এই টুর্নামেন্টে প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল আয়োজন করা হয়েছিল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই ম্য়াচে ইস্টবেঙ্গল ০-১ গোলে হেরে গিয়েছিল। ম্য়াচের ১০ মিনিটে গোল করেছিলেন গুরবানোভ। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেডের পারফরম্য়ান্স দেখে দলীয় সমর্থকরাও রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। স্টেডিয়ামের বাইরে তাঁরা বিক্ষোভও দেখিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফিরতি লেগের ম্য়াচটা শুধুমাত্র জিতলেই হবে না। কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে ইস্টবেঙ্গলকে। দ্বিতীয় গোলটা লাল-হলুদ ব্রিগেড কত দ্রুত করতে পারে, সেটাই আপাতত দেখার।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অস্কার বলেছেন, 'এই মরশুমে আমরা বেশ কয়েকটা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলাম। চোটের কারণে বেশ কয়েকবার দলের ফরমেশনও বদল করতে হয়েছে। তবে আপাতত এই দলটা খুব ভাল জায়গায় রয়েছে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আশা করছি, এই ম্যাচে দলের অধিকাংশ ফুটবলারই খেলার মতো জায়গায় রয়েছেন। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার জন্য সবাই একেবারে মুখিয়ে রয়েছে।'