শেষ আপডেট: 4th December 2023 14:19
দ্য ওয়াল ব্যুরো: নতুন মরশুমে দারুণ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে দুর্দান্ত খেলে রানার্স হয় লাল হলুদ দল। ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারিয়েছিল কার্লোস কুয়াদ্রাতের দল। এরকম একটা ফিলগুড আবহ থেকে অনেকটাই সরে এসেছে ইস্টবেঙ্গল। আইএসএলে ড্র দিয়ে অভিযান শুরু করেছিলেন লাল হলুদ জার্সিধারীরা। তারপরের ম্যাচে জয়। শেষ চার ম্যাচে জয় নেই। তার মধ্যেই সোমবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে কার্লোসের দল।
এই ম্যাচে না জিতলে সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়বে। সেটি জানেন কোচ থেকে শুরু করে দলের ফুটবলাররা। সেই কারণেই রবিবার খেলা শেষে প্রস্তুতির পরে টিম মিটিং সারেন কোচ। সেখানে দলের ছেলেদের বলেছেন, বাকি ম্যাচে নিজেদের অপরাজেয় রাখতে হবে। বড় দলের জার্সি পরলেই হবে না। পাশাপাশি দলের মর্যাদা রাখার দায়িত্বও তোমাদের।
লাল হলুদের বড় সমস্যা গোল ধরে রাখতে পারছে না। এগিয়ে গিয়েও রক্ষণের দোষে গোল হজম করতে হচ্ছে। কোচ কার্লোস বলে দিয়েছেন, নর্থ ইস্ট ম্যাচে এরকম করলে দল বিপদে পড়ে যাবে। নর্থ ইস্টের অ্যাওয়ে ম্যাচে পারফরম্যান্স ভাল নয়। তারা শেষ ১৫টি অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি। লিগে তারা নিচের দিকে রয়েছে।
লাল হলুদ কোচ তারপরেও সতর্ক। তিনি জয় পেতে মরিয়া হয়ে রয়েছেন। মিডিয়ার প্রশ্ন ছিল, ইস্টবেঙ্গলের কি আইএসএল জয়ের আশা রয়েছে? স্প্যানিশ কোচ উত্তেজিত হয়ে বলেছেন, ‘কে বলেছে নেই? আমি তো মনে করি এখনও আমাদের খেতাবের আশা রয়েছে। দুটি ম্যাচ জিতলেই আমাদের অনুকূলে চলে আসবে সব পরিস্থিতি।’
লাল হলুদ দলের তিনজনের ওপর ভরসা রয়েছে সমর্থকদের। নন্দকুমার সেকর, নাওরেম মহেশ ও ক্লেটন সিলভাদের খেলা ভাল লাগছে দর্শকদের। কিন্তু গোল দিয়ে এগিয়ে গিয়েও কেন বারবার গোল খেতে হচ্ছে, সেটি নিয়ে ভাবছেন কোচও।