শেষ আপডেট: 30th September 2023 11:11
দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ইস্টবেঙ্গল। আইএসএলে পয়েন্ট নষ্ট করে অভিযান শুরু করেছে লাল হলুদ দল। শনিবার যুবভারতীতে হায়দরাবাদ এফসি-র বিপক্ষে নামছে কার্লোস কুয়াদ্রাতের দল।
ওই ম্যাচের আগে সন্ধ্যায় প্রস্তুতি সারল ইস্টবেঙ্গল। কোচ কার্লোস জানিয়েছেন, হায়দরাবাদ যথেষ্ট শক্তিশালী দল। ওরা টিমওয়ার্কে খেলে থাকে। উইং দিয়ে আক্রমণে যায় বেশি, তাই ওদের নিজেদের বক্সেই আটকাতে হবে।
‘গত ম্যাচে দল সহজ গোলের সুযোগ মিস করেছে। গোল মিস হলে দল চাপে পড়ে যায়’, বলছেন কার্লোস। পাশাপাশি আবার দলের জন্য নানা কৌশলও ভেবে রেখেছেন স্প্যানিশ কোচ। প্ল্যান ‘এ’ না খাটলে প্ল্যান ‘বি’ দিয়ে বাজিমাত করতে হবে দলকে।
গত জামশেদপুর ম্যাচের ভিডিও এদিন দেখানো হয়েছে ফুটবলারদের। কোচ সেই প্রসঙ্গে বলেন, ‘আমরা ম্যাচের শেষ ১৫ মিনিট দুরন্ত ফুটবল খেলেছি। তার মধ্যে অনেক সুযোগও পেয়েছিলাম। দ্বিতীয় ম্যাচ থেকে হাফ চান্স থেকে আমাদের গোল করতে হবে।’
বিপক্ষ হায়দরাবাদ দলটি সম্পর্কে ধারণা রয়েছে লাল হলুদের হেডস্যারের। কার্লোস প্রচার মাধ্যমের প্রতিনিধিদের বলেছেন, ‘হায়দরাবাদের বিপক্ষে সহজে জয় আসবে না। ওরা কঠিন দল। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। গোল করার জন্য পরিকল্পনামাফিক ঝাঁপাতে হবে। আমাদের লক্ষ্য হবে ফাইনাল থার্ডে পৌঁছে গোলের পথ খুঁজে বের করা। আমার ধারণা, ছেলেরা হতাশ করবে না।’
এদিকে, ইস্টবেঙ্গলের নতুন বিদেশি জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহের আসছেন শনিবারই। তিনি অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসের বিকল্প হিসেবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।