শেষ আপডেট: 13th July 2024 15:10
নতুন প্রতিভার সন্ধানে যুবভারতীতে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। শনিবার দুপুরে তিনি বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে খেলা দেখতে চলে এসেছেন। কার্লোসকে দেখে মনে হয়েছে তিনি রয়েছেন ফুরফুরে মেজাজে।
সাম্প্রতিক ময়দানি বিতর্ক আনোয়ার আলির বিষয় নিয়ে যে তিনি ভাবিত নন, সেটি পরিষ্কার বোঝা গিয়েছে। ওই প্রসঙ্গকে তিনি সন্তর্পণে এড়িয়ে গেলেও তরুণ প্রতিভা অন্বেষণে তিনি বেশি আগ্রহী।
‘দ্য ওয়াল’কে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে লাল হলুদ দলের হেডস্যার জানিয়েছেন, এই ডার্বিতে জুনিয়রদের পরীক্ষা। তাদের দেখতেই আমি মাঠে এসেছি। আইএসএলের কাজ যে তিনি এখন থেকে শুরু করে দিতে চান, সেটি স্পষ্ট কুয়াদ্রাতের কথায়।
যুবভারতীর মেইন গেটের সামনে দাঁড়িয়ে স্প্যানিশ কোচ জানিয়েছেন, এই ডার্বিতে অনেক ছেলেই নতুন মাঠে নামবে, তাদের কলজের জোরটা দেখব। যদি উর্ত্তীর্ণ হতে পারে, তা হলে সিনিয়র দলের প্রথম একাদশে অবশ্যই আসবে। তবে আমার কাছেও এটা এক বিশেষ অভিজ্ঞতা জুনিয়রদের লড়াই দেখব।’’
মোহনবাগান সিনিয়র দলের স্প্যানিশ কোচ হোসে মোলিনা এখনও কলকাতায় না পৌঁছলেও কুয়াদ্রাত এসে গিয়েছেন। তাঁর আপাতত লক্ষ্য ডুরান্ড কাপ ফুটবল। বিশ্বের অন্যতম প্রাচীনতম টুর্নামেন্ট শুরু হবে ২৭ জুলাই। মোহনবাগান প্রথমে নামবে। ১৮ অগস্ট ডুরান্ডের ডার্বি ম্যাচ।
ডুরান্ডের প্রস্তুতি দ্রুত শুরু করে দেবেন কুয়াদ্রাত। তিনি কুশলী কোচ, আগে থেকে গেমপ্ল্যান তৈরিতে সিদ্ধহস্ত। তাই শনি ডার্বিতে দুই প্রধানের রিজার্ভ দল খেলতে নামলেও তিনি প্রতিভা সন্ধানে ব্যস্ত।