শেষ আপডেট: 10th February 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: অতীতে যা হয়েছে, সেটি আর মনে রাখতে চাইছেন না ইস্টবেঙ্গল শিবির। আরও ভাল করে বললে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। গত ডার্বি ম্যাচে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে। সেই আক্ষেপ না গেলেও সেটি ভেবে মাথা খারাপ করতে চান না বিদেশি কোচ। দলের ফুটবলারদেরও বলছেন, এবার গা-হাত-পা ঝাড়া দিয়ে উঠে প্লে অফের জন্য খেলো।
লাল হলুদের পয়েন্ট তালিকার কোনও উন্নতি হয়নি। শনিবার গুয়াহাটির মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে কোচ পইপই করে একটা কথাই ছেলেদের বলেছেন, ‘গোলের সংখ্যা বাড়াতে হবে। আগে গোল করো ঠিক আছে, সেটি ধরে রাখতে হবে। আগে ভুল হয়েছে, সেটি নিয়ে বেশি ভাবলে চলবে না। নতুন উদ্যমে মাঠে নামতে হবে।’
জানুয়ারির দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে দু'জন নয়া বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। তার মধ্যে ভিক্টর ভাসকুয়েজকে নর্থইস্টের বিরুদ্ধে খেলানো হবে কিনা, সেটি কোচ ঠিক করেননি।
অন্যজন, ফেলিসিয়ো ব্রাউনও গুয়াহাটি পৌঁছে গিয়েছেন। বোরহা ও সিভেরিওকে বাতিল করে আক্রমণে জোর দিতে চাইছিলেন কোচ। সেই কারণেই তাঁদের আনা হয়েছে। কার্লোস বলেছেনও, ‘গোল দিতে হবে বিপক্ষকে, সেইজন্যই দুই বিদেশিকে আনা হয়েছে। এবার আমাদের সমস্যা মিটবে আশা করি।’
রেফারিং নিয়ে আর বিশেষ কিছু এদিন বলেননি। লাল হলুদের স্বপ্নের ফেরিওয়ালা জানিয়ে রেখেছেন, ‘যা আমাদের হাতে নেই, সেটি ভেবে লাভ নেই। আমরা শেষ চেষ্টা করতে পারি। তারজন্য বাকি ম্যাচে হারা চলবে না। কারণ হারলে প্লে অফে যাওয়ার সুযোগ হারাব আমরা। সেটি আমি ও দলের ছেলেরাও চাইছে না।’