শেষ আপডেট: 6th December 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে ময়দানের ইস্টবেঙ্গল ক্লাব। সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনার যে খবর আসছে তা নিয়ে যাতে দ্রুত পদক্ষেপ হয় সেই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে গত সোমবার (২ ডিসেম্বর) ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। ক্লাবের তরফে বলা হয়েছিল, ক্লাব বা দলের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। দেশভাগের সময় অনেকেই এমন আক্রমণের শিকার হয়েছিলেন। এখন আবার সেই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের আর্জি, যত তাড়াতাড়ি সম্ভব কোনও ব্যবস্থা নেওয়া হোক। এক সংবাদমাধ্যমে ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, বাংলাদেশে ইস্টবেঙ্গলের প্রচুর সমর্থক রয়েছেন। তাঁরা কী অবস্থায় আছেন, কোথায় আছেন, তা নিয়ে এপার বাংলার মানুষও চিন্তিত। সে কথা উল্লেখ করেই এই চিঠি দেওয়া হয়েছে, যাতে পরিস্থিতির বদল আনা যায়।
আগের সাংবাদিক বৈঠক থেকে ক্লাবের সাধারণ সচিব রূপক সাহা স্পষ্ট বলেছিলেন, ''আমাদের কাছে প্রচুর ফোন এবং ই-মেইল আসছে। প্রত্যেকেই এই ঘটনাটি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। বাংলাদেশি সংখ্যালঘুদের উপর এই ধরনের অত্যাচার অবিলম্বে বন্ধ করা দরকার। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখেন।'' দেবব্রত সরকারের বক্তব্য ছিল, ''রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক না কেন, আমরা বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে চাই। অবিলম্বে এই নিপীড়ন বন্ধ করা হোক।''