
দ্য ওয়াল ব্যুরো: প্রথম জয়টা এসেছিল গুয়াহাটিতে নর্থ ইস্টের বিরুদ্ধে। দ্বিতীয় জয়টা বেঙ্গালুরুর বিরুদ্ধে কান্তিরাভা স্টেডিয়ামে। তৃতীয় জয়টা এল রবিবার জামশেদপুরের (Jamshedpur ) ঘরের মাঠে তাদের হারিয়ে। ইস্টবেঙ্গলের (East Bengal) তিনটি আইএসএল ম্যাচে জয়ই এল অ্যাওয়ে থেকে।
এদিন নওরেম মহেশ সিং আর ক্লেটন সিলভার জুটিতেই বাজিমাত করে গেল স্টিফেন কনস্টানস্টাইনের দল। এদিন খেলার শুরুতেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ভিপি সুহের। ২ মিনিটের মধ্যে এগিয়ে যায় লাল-হলুদ।
তারপর মাঝমাঠকে জমাট করে দুরন্ত ফুটবল খেলে ইস্টবেঙ্গল টিম। ২৬ মিনিটের মাথায় নওরেমের ক্রস থেকে গোল করে যান ক্লেটন। যদিও প্রথমার্ধের একেবারে শেষ দিকে জামশেদপুরের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান ইমানুয়েল থমাস।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ইস্টবেঙ্গল বক্সে চাপ বাড়ায় জামশেদপুর ফরওয়ার্ড লাইন। ডিফেন্সে বেশ কিছু ফাঁকফোঁকরও তৈরি হয়। কিন্তু সেখান থেকে গোল তুলতে পারেনি জামশেদপুর। ৫৮ মিনিটে ফের ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ক্লেটন। এবারও তাঁকে বল বাড়ান নওরেম।
এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৮ ম্যাচে ৯।
বাঙালি সাইক্লিস্টকে দিল্লির রাজপথে পিষে দিল বিএমডব্লিউ! ভিআইপি প্লেট লাগানো ছিল গাড়িতে