Latest News

মাঠে নেমেই ছন্দে, আইএসএলের আগে ভাস্কোকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

দ্য ওয়াল ব্যুরো: মরসুমের শুরুটা দারুণ করল ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএলের (ISL) আগে গোয়ায় প্র্যাকটিস ম্যাচে ভাস্কোকে (Vasco) তারা হারিয়েছে ৩-১ গোলে।

দলের নয়া কোচ স্প্যানিশ ম্যানুয়েল দিয়াজের কোচিংয়ে দল ভালই খেলেছে। সকাল দেখে যেমন রাত কেমন যাবে আন্দাজ পাওয়া যায় কিছুটা, তেমনি এদিনের লাল হলুদের খেলায় ভাল কিছুর আশা করা যায়।

তরুণ ব্রিগেডকে এদিন মাঠে নামিয়েছিলেন কোচ দিয়াজ। গোলে ছিলেন শঙ্কর রায়। ডিপ ডিফেন্সে খেলেন রাজু গায়কোয়াড এবং জয়নার লরেন্সো।

দুই সাইডব্যাক সেরিনো ফার্নান্ডেজ এবং অঙ্কিত মুখোপাধ্যায়। লালরিনলিয়ানা, সৌরভ দাস, সংপু সিংশিট এবং রোমিও ফার্নান্ডেজকে নিয়ে মাঝমাঠ সাজিয়েছিলেন দলের হেডস্যার। সামনে ছিলেন শুভ ঘোষ এবং সেমবোই।

বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল লাল-হলুদ। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন তরুণ শুভ ঘোষ এবং সিদ্ধান্ত সিরোদকর। এরপর আগামী শনিবার সালগাওকরের বিরুদ্ধে আরও একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লাল-হলুদ। ওই ম্যাচটিও হবে গোয়ার ডন বস্কো গ্রাউন্ডে। আইএসএল শুরুর আগে দলের পাসিং ও বল পজেশন

সম্প্রতি ক্লাবের সরকারি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে দিয়াজ জানান, “অনেক প্র্যাকটিস সেশন হয়েছে। পরিষ্কার বলছি আমার দল অনেকটাই তৈরি। এবার আমার কৌশল ওরা বুঝতে পারে কিনা, সেটাই আসল বিষয়।

প্রসঙ্গত, জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইএসএল অভিযান শুরু করবে দল। কোচ আত্মবিশ্বাসী, আইএসএলের প্রথম ম্যাচ থেকেই দলকে ছন্দে পাওয়া যাবে।

You might also like