শেষ আপডেট: 1st October 2023 01:06
দ্য ওয়াল ব্যুরো: সোনার ফ্রিকিক দেখল যুবভারতী। লাল হলুদ সমর্থকদের পয়সা উসুল এই একটা ফ্রিকিক দেখে। সেইসময় খেলার ইনজুরি টাইমের দু’মিনিট হয়েছে। সিলভার সেই ফ্রিকিক হায়দরাবাদের পরিবর্ত গোলরক্ষক অনুজকে দাঁড় করিয়ে জালে জড়িয়ে গিয়েছে।
ইস্টবেঙ্গল আইএসএলে তাদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতল। বিপক্ষ হায়দরাবাদও লড়াই করেছে। কিন্তু দিনটা ছিল সিলভা-নন্দকুমারদের।
গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পরে ইস্টবেঙ্গল পরের ম্যাচে কী করবে, সেই নিয়ে আগ্রহ ছিল। শনিবার রাতে যুবভারতীতে সিলভার জোড়া গোল লাল হলুদ সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে।
এদিন খেলার শুরুতেই লাল হলুদ দল পিছিয়ে পড়েছিল। ম্যাচের আট মিনিটে হায়দরাবাদের পক্ষে হিতেশের দেওয়া গোলে এগিয়ে যায় দক্ষিণের দলটি। বক্সের মাথা থেকে চিপ শটে গোল করেন হিতেশ।
দু’মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের হয়ে ক্লেইটন সিলভা গোল করে সমতা ফিরিয়েছেন। তারপরেও সিলভা কয়েকটি ফ্রিকিক পেয়েছিলেন, কিন্তু সেভ করেন হায়দরাবাদের গোলরক্ষক কাট্টিমনি। তিনি সিলভার হাঁটুতে মারাত্মক চোট পেয়ে রক্তাত্ম হয়ে মাঠও ছেড়েছেন প্রথমার্ধে।
২১ মিনিটে বক্সের বাইরে থেকে হায়দরাবাদের পোস্ট লক্ষ্য করে জোরালো শট নিয়েছিলেন ক্রেসপো। সেই শট মাঠের বাইরে চলে যায়।
৩৫ মিনিটে ম্যাচে কর্নার আদায় করে নেয় ইস্টবেঙ্গল। নিশুর ভাসানো কর্নার থেকে বল হেডে হায়দরাবাদের জালে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সিলভা। তবে বল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বল ক্রসবারের উপর দিয়ে চলে যায় সেইসময়।
তার ঠিক পাঁচ মিনিট পরেই বক্সের ভিতর থেকে নেওয়া মান্দারের শট কাট্টিমনির হাতে লেগে ফিরে এলে সিলভার সঙ্গে ধাক্কায় চোট পান হায়দরাবাদ গোলরক্ষক। ক্লেটনের হাঁটু গিয়ে লাগে কাট্টিমনির মুখে। তাঁর নাক দিয়ে রক্ত বেরোতে দেখা যায়। চোখের নীচে ফুলেও যায়।
সব ভাল যার শেষ ভালর মতো লাল হলুদ দল ঘরের মাঠে জিতে মানসিকভাবে চাঙ্গা হয়ে গেল।
ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভসুখন গিল (গোলরক্ষক), নিশু কুমার, হরমনজ্যোৎ খাবরা, হোসে অ্যান্তোনিও পাদ্রো, মান্দার দেশাই, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, বোরহা হেরেরা, নন্দকুমার সেকর, ক্লেইটন সিলভা (অধিঃ) ও নাওরেম।