Latest News

ছুটছে ইস্টবেঙ্গল, গোল পেলেন বলবন্ত, মাঠে নামলেন চিমা

দ্য ওয়াল ব্যুরো: ছন্দ অব্যাহত লাল হলুদ বাহিনীর। আইএসএলের (ISL) আগে তৃতীয় প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal) ২-১ গোলে হারাল আই লিগ জয়ী গোকুলাম (Gokulam) কেরালা এফসি-কে। বিরতির আগেই দু’গোলে এগিয়ে যায় মানালো দিয়াজের ছেলেরা।

লাল হলুদের হয়ে গোল পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার বলবন্ত সিং, বহুদিন বাদে গোল পেলেন তিনি। বিকাশ জাইরুর কর্নার থেকে দুরন্ত হেডে গোল করেছেন বলবন্ত। ম্যাচের বয়স সেইসময় ৪০ মিনিট।

প্রথমার্ধের ইনজুরি টাইমে ইস্টবেঙ্গলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন আঙ্গুসানা। বিপক্ষ পেনাল্টি বক্সে হতচকিতভাবে ঢুকে পড়েন আন্তোনিয়ো পেরোসোভিচ। দুই ডিফেন্ডারকে আড়াল করে শট করেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড। ফিরতি বলে গোল করে যান আঙ্গুসানা।

আরও পড়ুন: নেতৃত্বের ট্রায়াল দিলেন রোহিত, ব্যাটে উঠল ঝড়, মহারণের আগে ছন্দে ভারত

খেলার ৭৯ মিনিটে ব্যবধান কমান গোকুলাম কেরালার ঘানার স্ট্রাইকার রহিম ওসোমানু। কিন্তু ইস্টবেঙ্গল কোচ এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে সকলকে ব্যবহার করছেন, তাতে করে পুরো দল আইএসএলের আগে সেট হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, দলটির প্রি-সিজন প্রস্তুতি ভাল হয়েছে বোঝা যাচ্ছে সংঘবদ্ধ আক্রমণে। লাল হলুদের সমস্যা বলতে ডিফেন্স এখনও জমাট নয়, বিপক্ষ সেই সুযোগটাই প্রতি ম্যাচে নিচ্ছে।

এদিন স্প্যানিশ কোচ মাঠে নামিয়েছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমাকে। এই তারকা ম্যাচ শেষে জানিয়েছেন, ‘‘আমি প্রথমদিন নিজের পারফরম্যান্সে খুশি। আরও উন্নতি করতে হবে সামগ্রিকভাবে। আইএসএলের আগে আরও বেশকিছুদিন সময় পাব, তার মধ্যে নিজেদের ভুলত্রুটি শুধরে মাঠে নামতে পারব।’’

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

 

You might also like