Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক
East Bengal New Foreign Recruit

ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত গ্রিসের দিমিত্রিয়স, লাল হলুদের পরের লক্ষ্য ফ্রান্সের তালাল

ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত হওয়ার মুখে গ্রিসের দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। তিনি কেরালা ব্লাস্টার্সের সম্পর্ক শেষ করে দিয়েছেন।

ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত গ্রিসের দিমিত্রিয়স, লাল হলুদের পরের লক্ষ্য ফ্রান্সের তালাল

শেষ আপডেট: 21 May 2024 12:37

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত হওয়ার মুখে গ্রিসের দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। তিনি কেরালা ব্লাস্টার্সের সম্পর্ক শেষ করে দিয়েছেন। লাল হলুদ কর্তারা বহুদিন ধরে তাঁকে পেতে চাইছিলেন। নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এই নামী স্ট্রাইকারের সঙ্গে।

দিমিত্রিয়স এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমার সঙ্গে কেরলের সম্পর্ক শেষ। ভাল একটা মুহূর্ত কাটিয়েছি গত একবছর ধরে। গতবার তিনি ছিলেন আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। এবার এই গোলমেশিনকে পেতে মরিয়া ইস্টবেঙ্গল। দিমিত্রিয়সকে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ক্লাব কর্তারা।

গতবারের একটা শিক্ষা থেকে তাঁরা আগবাড়িয়ে কিছু বলতে চাইছেন না। সার্জিও লোবেরো নিয়ে আগে মন্তব্য করার পরে তিনি হাতছাড়া হয়েছিলেন। তিনি ইস্টবেঙ্গলের জাল থেকে বেরিয়ে ওড়িশা এফসি-র কোচ হয়ে যান। সেই কারণেই দিমিত্রিয়স নিয়ে সাবধানে পা ফেলতে চায় ইস্টবেঙ্গল। কেরলের সঙ্গে তাঁর চুক্তি সরকারীভাবে শেষ হচ্ছে ৩১ মে। তারপর তাঁকে পেতে মুম্বই সিটি এফসি-ও ঝাঁপিয়েছে। মুম্বই থেকে এবার বেরিয়ে গিয়েছেন জর্জে দিয়াজ। তাঁর বদলি হিসেবে দিমিত্রিয়সকে সই করাতে তৎপর মুম্বই।

ইস্টবেঙ্গলে এবার তিন বিদেশির থাকা নিশ্চিত, সেই তালিকায় রয়েছেন হিজাজি মাহের, ক্লেটন সিলভা ও সল ক্রেসপো। বাকিদের রাখবে না লাল হলুদ ক্লাব। তাদের নজর পাঞ্জাব এফসি-র মিডফিল্ডার মাদিহ তালালের দিকে। ২৬ বছরের তারকা রক্ষণ ও মাঝমাঠের মধ্যে দারুণভাবে সমন্বয়সাধন করতে পারেন। এরকম একজন ফুটবলারকে পেতে চাইছেন কোচ কার্লোস কুয়াদ্রাত।

শুধু তাই নয়, আইজলের তারকা মিডফিল্ডার লালরেঙ্গমাউয়া রালতে, যাঁকে ভারতীয় ফুটবল চেনে আপুইয়া নামে, তাঁকেও বড় অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে ইস্টবেঙ্গল। আপুইয়া গতবার মুম্বই দলে অপ্রতিরোধ্য ছিলেন। একটি সর্বভারতীয় ওয়েবসাইট আবার জানিয়েছে, মোহনবাগানের সঙ্গে আগামী মরশুমের জন্য চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন এই নবীন মিজো তারকা।


ভিডিও স্টোরি