এমএস বার অ্যান্ড লাউঞ্জ
শেষ আপডেট: 4th March 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: একটি চারে ছোট ড্রিঙ্ক। ছয় হাঁকালে বড় মাপের পানীয়-ভর্তি গ্লাস। সবই ফ্রি। একবার, দু’বার নয়। যতবার রোহিত, বিরাট, হার্দিকরা চার-ছক্কা মারবেন, ততবারই রিফিল হবে পানীয়। ভারত-অস্ট্রেলিয়া মহারণের আবহে এমনই অভিনব অফার ঘোষণা করেছে শহরের একটি নামকরা রেস্তোরাঁ কাম বার।
মধ্য কলকাতার এমএস বার অ্যান্ড লাউঞ্জের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র বিনে পয়সার ড্রিঙ্ক নয়, এই ম্যাচ উপলক্ষ্যে তারা মেনু কার্ডে জুড়তে চলেছে রকমারি ডিশ। রোজকার মেনুতে এসবের দেখা মিলবে না। ‘এক্সক্লুসিভলি’ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথের দিন, অর্থাৎ শুধুমাত্র আজকেই এই সমস্ত সুখাদ্য পরিবেশন করা হবে।
লড়াইয়ের উত্তাপ বাড়াতে এমন নয়া মেনুর নামেও বৈচিত্র্য এনেছেন তাঁরা, দাবি রেস্তোরাঁর কর্ণধার সুদেশ পোদ্দারের। সাধারণ কাবাবের বদলে ‘রোহিত গার্লিক কাবাব’, ‘কোহলি কাবাব’ ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে। চার-ছয়ে ফ্রি ড্রিঙ্কের পাশাপাশি তাঁরা অস্ট্রেলিয়া দলের প্রতিটি উইকেট পতনেও বিনামূল্যে পানীয় সার্ভ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সুদেশবাবু। তিনি বলেন, ‘এর আগে পাকিস্তান মাচেও আমরা এমন অফার দিয়েছিলাম। আর ক্রিকেটভক্তরা শেষ বল পর্যন্ত খাবার খেয়েছেন, ড্রিঙ্কে চুমুক দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই আরও সরগরম হতে চলেছে। ইতিমধ্যে অনেক টেবিল বুকড-ও হয়ে গিয়েছে। আমরা আরও বেশি লোক আশা করছি।‘
‘এমএস বার’ ছাড়াও শহরের বেশ কিছু রেস্তোরাঁ আজ তেরঙ্গা পতাকায় সেজেছে। সেই সঙ্গে টেবিলে রাখা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় অফারও। সাদার্ন এভিনিউয়ের ‘হোয়াটসআপ ক্যাফে’, কেয়াতলা রোডের ‘চ্যাপ্টার টু’, পার্ক স্ট্রিটের ‘ওয়েসিসে’র অন্দরসজ্জায় ভারতীয় পতাকা চোখে পড়বে।