শেষ আপডেট: 25th July 2024 20:07
১৩৩তম ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধন হবে শনিবার। প্রথম ম্যাচেই যুবভারতীতে নামছে মোহনবাগান, তাদের প্রতিপক্ষ ডাউনটাউন এফসি। খেলা শুরু হবে সন্ধ্যা ছটায়।
গতবার ডুরান্ড কাপের ডার্বির টিকিট ঘিরে চরম বিতর্ক হয়েছিল। ইস্টবেঙ্গল শেষমেশ টিকিট বয়কট করে। এবার সেই বিতর্ক মেটাতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ১৮ অগস্ট ডুরান্ডের কলকাতা ডার্বিতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে দেওয়া হবে পাঁচ হাজার টিকিট। মহামেডান পাবে ২৫০টি টিকিট, আইএফএ পাবে ১২০০ টিকিট।
অন্য ম্যাচের ক্ষেত্রে দুই প্রধানকে দেওয়া হবে ২ হাজার টিকিট। এবারও ডুরান্ড কাপের ডার্বি ঘিরে তুমুল আগ্রহ রয়েছে। কারণ দুই দলই নতুন দল নিয়ে মাঠে নামবে সেদিন। পুরো শক্তির লড়াই ঘিরে এখনই তেতে গিয়েছে ময়দান। কলকাতা ছাড়াও ডুরান্ড কাপের ম্যাচগুলি হবে কোকড়াঝাড়, শিলং এবং জামশেদপুরে।
এবারের ডুরান্ড কাপের উদ্বোধন ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে কলকাতায়। উদ্বোধনে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, তিনি শহরের বাইরে থাকবেন। সেনাবাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুরু হবে।