শেষ আপডেট: 23rd February 2025 15:36
দ্য ওয়াল: ফের ময়দানে রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এবার আর কোচ নয়, ক্রিকেটার হিসেবে। ক্রিজের উল্টোদিকে যদিও শচিন কিংবা সৌরভ নন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ পার্টনারশিপ বানালেন যার সঙ্গে, তাঁর নাম অন্বয় দ্রাবিড় (Anway Dravid)। সম্পর্কে রাহুলের ছোট ছেলে। অপ্রত্যাশিত এই মুহূর্তের সাক্ষী রইল বেঙ্গালুরুর ময়দান (KSCA League)।
উল্লেখ্য, কর্ণাটক ক্রিকেট অ্যাসোশিয়েশনের তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে মুখোমুখি হয় দুটি যুব দল ইয়ং লায়ন্স ও বিজয় ক্রিকেট ক্লাব। দ্রাবিড়পুত্র অন্বয় বিজয় ক্লাবের ক্রিকেটার। দ্রাবিড় গতকাল তাদের হয়েই মাঠে নেমেছিলেন।
যদিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি বিশ্বক্রিকেটের ‘দ্য ওয়াল’। মাত্র ১০ রান করেই আউট হন। তাঁকে ড্রেসিং রুমে ফেরান এআর উল্লাস। তার আগে অবশ্য ছেলের সঙ্গে পার্টনারশিপ গড়েছিলেন দ্রাবিড়। ১৭ রানের সেই সংক্ষিপ্ত পার্টনারশিপ ভেঙে গেলেও বাবার মতোই উইকেটে জমে যান অন্বয়। করেন ৫৮ রান। খেলন ৬০টি বল। ম্যাচেও জয়লাভ করে বিজয় ক্রিকেট ক্লাব। ইয়ং লায়ন্সকে পরাজিত করে ২৪ রানে।
২০১২ সালে জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন রাহুল দ্রাবিড়। এরপর টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে ছিলেন। আপাতত তিনি ফিরে এসেছেন আইপিএলের ময়দানে। ফের তুলে নিয়েছেন রাজস্থান রয়্যালসের দায়িত্ব। যদিও ক্রিকেটারের জার্সি খুলে রাখার পর খেলোয়াড় হিসেবে তাঁকে খুব একটা মাঠে নামতে দেখা যায়নি।