Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসি
Rinku Singh and Mitchell Starc KKR

স্টার্ক পেলেন ২৫ কোটি, আপনি ৫৫ লাখ! খারাপ লাগে না? কী বললেন রিঙ্কু

আইপিএলেও বেতনের ভারসাম্যহীনতা। যাঁকে বলা হয় কেকেআর দলের মধ্যমণি, সেই রিঙ্কু সিংয়ের এবারের আইপিএল থেকে আয় সবচেয়ে কম।

স্টার্ক পেলেন ২৫ কোটি, আপনি ৫৫ লাখ! খারাপ লাগে না? কী বললেন রিঙ্কু

রিঙ্কু সিং এবং মিচেল স্টার্ক।

শেষ আপডেট: 28 May 2024 15:35

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলেও বেতনের ভারসাম্যহীনতা। যাঁকে বলা হয় কেকেআর দলের মধ্যমণি, সেই রিঙ্কু সিংয়ের এবারের আইপিএল থেকে আয় সবচেয়ে কম। অথচ তিনি গতবার আমদাবাদে হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছিলেন শেষ ওভারে এসে। গুজরাতের সেদিনের বোলার যশ দয়ালকে মেরে ৩১ রান দিয়ে দলকে জিতিয়েছিলেন।

তারপর থেকেই নাইট দলের ক্রিকেটার, কোচ ও সমর্থকদের মধ্যে আশা জন্মায়, রিঙ্কু ক্রিজে থাকলে সবটাই সম্ভব। তিনি মাঠে নেমে দলকে জেতাতে জীবন বাজি রাখতে পারেন। তারপরেও কেন বেতন কম তাঁর। রিঙ্কু যখন ২০১৮ সালে কেকেআর দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, সেইসময় তাঁর বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা। তারপর সেটি বেড়ে ৮০ লক্ষ টাকা হয়, কিন্তু এবার অবাক করে তাঁর বেতন ২৫ লক্ষ টাকা কমে যায়। যে ক্রিকেটারের যত এনডোর্সমেন্ট থাকে, তাঁর দর তত বেশি হয়।

এই খবর নেটে প্রকাশ পাওয়ার পরে অনেকেই রিঙ্কুর এক্স ও ইনস্টাগ্রামের পেজে গিয়ে লিখেছেন, মিচেল স্টার্ক ২৫ কোটি পেলেন, আপনি সেখানে মাত্র ৫৫ লাখ, আপনার খারাপ লাগে না? রিঙ্কু প্রথমে কোনও জবাব দেননি। পরে অবশ্য দার্শনিকের ঢঙে বলেছেন, ‘‘না, আমার খারাপ লাগে না। কারণ একটা সময় আমার জীবনে কিছুই ছিল না। তারপর সবটা অর্জন করেছি। অভাব কাকে বলে আমি জীবনে দেখেছি। একটা সময় আমার হাতে কেউ পাঁচ বা দশ টাকার নোট দিলেও কী আনন্দ হতো। সেখানে বছরে আমি ৫৫ লাখ টাকা পাচ্ছি, এটাই বা কম কিসের!’’

নাইট তারকার পা যে মাটিতে সেটি আরও বোঝা যায় তাঁর আরও কথা শুনে। রিঙ্কু জানিয়েছেন, ‘‘আমরা জীবনে কিছু নিয়ে আসেনি, আমার কিছু নিয়েও যাব না। আমি অল্পেতে সন্তুষ্ট হওয়ার লোক। কারণ জানি, অর্থ দেখে মানুষ বিচার করা যায় না। আর কে কত টাকা রোজগার করল, সেটা আমি কোনওদিনই দেখিনি। তাই আমি যা পেয়েছি, তাতেই আমার হয়ে যাবে!’’


ভিডিও স্টোরি