রিঙ্কু সিং এবং মিচেল স্টার্ক।
শেষ আপডেট: 28 May 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলেও বেতনের ভারসাম্যহীনতা। যাঁকে বলা হয় কেকেআর দলের মধ্যমণি, সেই রিঙ্কু সিংয়ের এবারের আইপিএল থেকে আয় সবচেয়ে কম। অথচ তিনি গতবার আমদাবাদে হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছিলেন শেষ ওভারে এসে। গুজরাতের সেদিনের বোলার যশ দয়ালকে মেরে ৩১ রান দিয়ে দলকে জিতিয়েছিলেন।
তারপর থেকেই নাইট দলের ক্রিকেটার, কোচ ও সমর্থকদের মধ্যে আশা জন্মায়, রিঙ্কু ক্রিজে থাকলে সবটাই সম্ভব। তিনি মাঠে নেমে দলকে জেতাতে জীবন বাজি রাখতে পারেন। তারপরেও কেন বেতন কম তাঁর। রিঙ্কু যখন ২০১৮ সালে কেকেআর দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, সেইসময় তাঁর বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা। তারপর সেটি বেড়ে ৮০ লক্ষ টাকা হয়, কিন্তু এবার অবাক করে তাঁর বেতন ২৫ লক্ষ টাকা কমে যায়। যে ক্রিকেটারের যত এনডোর্সমেন্ট থাকে, তাঁর দর তত বেশি হয়।
এই খবর নেটে প্রকাশ পাওয়ার পরে অনেকেই রিঙ্কুর এক্স ও ইনস্টাগ্রামের পেজে গিয়ে লিখেছেন, মিচেল স্টার্ক ২৫ কোটি পেলেন, আপনি সেখানে মাত্র ৫৫ লাখ, আপনার খারাপ লাগে না? রিঙ্কু প্রথমে কোনও জবাব দেননি। পরে অবশ্য দার্শনিকের ঢঙে বলেছেন, ‘‘না, আমার খারাপ লাগে না। কারণ একটা সময় আমার জীবনে কিছুই ছিল না। তারপর সবটা অর্জন করেছি। অভাব কাকে বলে আমি জীবনে দেখেছি। একটা সময় আমার হাতে কেউ পাঁচ বা দশ টাকার নোট দিলেও কী আনন্দ হতো। সেখানে বছরে আমি ৫৫ লাখ টাকা পাচ্ছি, এটাই বা কম কিসের!’’
নাইট তারকার পা যে মাটিতে সেটি আরও বোঝা যায় তাঁর আরও কথা শুনে। রিঙ্কু জানিয়েছেন, ‘‘আমরা জীবনে কিছু নিয়ে আসেনি, আমার কিছু নিয়েও যাব না। আমি অল্পেতে সন্তুষ্ট হওয়ার লোক। কারণ জানি, অর্থ দেখে মানুষ বিচার করা যায় না। আর কে কত টাকা রোজগার করল, সেটা আমি কোনওদিনই দেখিনি। তাই আমি যা পেয়েছি, তাতেই আমার হয়ে যাবে!’’