শেষ আপডেট: 11th August 2024 16:54
দ্য ওয়াল ব্যুরো: ভিনেশ ফোগতের রুপোর পদক পাওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন। মঙ্গলবার আন্তর্জাতিক আদালত তাদের রায় জানিয়ে দেবে। প্যারিসের চার আইনজীবী ও ভারতের দুই দুঁদে আইনজীবী এই নিয়ে ভিনেশের পক্ষে সওয়াল করেছেন। রবিবার আরও তথ্য জমা দেওয়ার কথা রয়েছে তাঁদের। আদৌ কি ভিনেশ রুপোর পদক পেতে পারেন? সেই নিয়েই প্রবল জল্পনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখ আগেই জানিয়ে দিয়েছিলেন, ‘‘একই ইভেন্টে দু’জনকে রুপো দেওয়া যায় না। কারণ এটি অলিম্পিক্স নিয়মের পরিপন্থী। তাই বিষয়টি নিয়ে কথা বলা ঠিক হবে না।’’ যদিও আশা ছাড়তে নারাজ ভারতের আইনজীবীরা। তাঁরা বরং বলেছেন, ভিনেশ সততার সঙ্গে নিজের পরিস্থিতি বুঝিয়েছে। চেষ্টা করেছিলেন ১০০ কেজি ওজন কমানোর, তিনি পারেননি। কিন্তু তিনি ছলচাতুরির আশ্রয়ও নেননি, তাই বিষয়টি নিয়ে ভাবা হোক।
এরমধ্যেই আবার নীরজ চোপড়া বলেছেন, ভিনেশ ফোগত রুপো পেলে সবার পক্ষে ভাল। তাঁর পক্ষে তো বটেই, কারণ এই নামী কুস্তিগির পদক না পেলে প্যারিসে তাঁর লড়াই দেশবাসী মনে রাখবে না। সেইজন্যই ভিনেশের পদক পাওয়া প্রয়োজন। তবে বিষয়টি যে কারও হাতে নেই, সেটিও মানছেন ভারতের সোনার ছেলে। নীরজ অবশ্য এবার জ্যাভলিনে রুপো পেয়েছেন।
নীরজ সংবাদসংস্থার প্রতিনিধিকে আরও বলেছেন, ‘‘ভিনেশের বিষয়টি যদি এত বড় আকার না ধারণ করত, তা হলে পদক মিস করলে কোনও ব্যাপার ছিল না। কিন্তু বিষয়টি যখন আদালতের বিচারাধীন, সেখানে না জিতলে কেউ তাঁর কথা মনেও না রাখতে পারেন! আমি একটাই অনুরোধ করব, ভিনেশের লড়াইয়ের কথা মানুষ যেন ভুলে না যান।’’