Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, ১২ ঘণ্টা পর কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশুকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবা
IPL 2024 New Star

হতাশায় কুঁকড়ে রয়েছেন! টি ২০ বিশ্বকাপের ম্যাচই দেখবেন না আইপিএলের সফল তারকা

আইপিএলে ভাল খেলা মানে জাতীয় নির্বাচকদের নজরে পড়বেন সেই ক্রিকেটার, এমনই ধারণা অনেকের। তাঁর জন্য জাতীয় দলের দরজাও খুলে যেতে পারে।

হতাশায় কুঁকড়ে রয়েছেন! টি ২০ বিশ্বকাপের ম্যাচই দেখবেন না আইপিএলের সফল তারকা

শেষ আপডেট: 3 June 2024 08:37

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে ভাল খেলা মানে জাতীয় নির্বাচকদের নজরে পড়বেন সেই ক্রিকেটার, এমনই ধারণা অনেকের। তাঁর জন্য জাতীয় দলের দরজাও খুলে যেতে পারে। কিন্তু সদ্য সমাপ্ত আইপিএলে ভাল খেলেও জাতীয় দলে ডাক পাননি রিয়ান পরাগ।

এবার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে রিয়ান ১৫ ম্যাচে ৫৭৩ রান করেছেন, স্ট্রাইকরেট প্রায় ১৯০.১২। তারপরেও তাঁর জন্য বিশ্বকাপ দলের দরজা খোলেনি। তিনি প্রতি ম্যাচেই রান পেয়েছেন বিনোদন লিগে। অসমের এই ব্যাটার এমনিতেই বিতর্কের কেন্দ্রে থাকতে ভালবাসেন।

সম্প্রতি দেখা গিয়েছিল, নিজের ইউটিউবে একটি হট সার্চ লিস্টে তিনি অনন্যা পাণ্ডে ও সারা আলি খানের ফটো পোস্ট করেছিলেন। সেটিও অনেকের নজরে এসেছেন। তিনি একবার জাতীয় নির্বাচকদের সম্পর্কে বলেন, ‘‘ওঁরা মনে হয় আমাকে মাঠে দেখতে পান না!’’ এর আগেও তিনি ভাল খেলে জাতীয় দলে স্থান পাননি।

টি ২০ বিশ্বকাপ ঘিরে সারা দেশে উন্মাদনা তৈরি হলে কী হবে রিয়ানের তাতে নজর নেই! তিনি টি ২০ বিশ্বকাপের দলে স্থান না পাওয়া প্রবল হতাশায় রয়েছেন। মিডিয়ার প্রশ্নের জবাবে বলেছেন, ‘‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে সেমিফাইনাল কোন চারটি দল যাবে? আমার এই প্রশ্নে কোনও জবাব নেই। কারণ আমি এবার টি ২০ বিশ্বকাপ দেখব না। দল যদি বিশ্বকাপ জেতে, তা হলে আমার শান্তি, না হলে একটা ম্যাচও দেখব না ভারতের। এতে হয়তো আমাকে অনেকেই পক্ষপাতদুষ্ট বলতে পারেন, কিন্তু এটাই আমার মনের কথা।’’

৩১ বছরের স্টাইলিশ ব্যাটারের আরও মন্তব্য, ‘‘আমি যদি বিশ্বকাপ দলে স্থান পাই, তা হলে সেদিন বলব কোন চারটি দল সেমিফাইনালে খেলবে!’’

আইপিএলে টানা ধারাবাহিকতা দেখানোর পরেও তাঁর দিকে নির্বাচকদের নজর নেই, সেটি ভেবেই পরাগ হতাশায় রয়েছেন।


ভিডিও স্টোরি