শেষ আপডেট: 12th March 2025 11:10
দ্য ওয়াল ব্যুরো: ‘ফুটবল কখনও কখনও বড্ড নৃশংস। কিন্তু এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।’
প্রথম লেগে ঘরের মাঠে লিভারপুলের (Liverpool) কাছে পরাজয়কে এভাবেই ব্যাখ্যা করেছিলেন পিএসজি (PSG) কোচ লুই এনরিকে। পাশাপাশি জানিয়েছিলেন, ফিরতি লেগে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে তাঁর দল। আর এই দুই ম্যাচ মিলিয়ে যে টিম কোয়ার্টার ফাইনালে উঠবে, তারাই হবে চ্যাম্পিয়নস লিগের (UCL) ফাইনালিস্ট—দৃঢ় গলায় ঘোষণা করেন স্প্যানিশ ম্যানেজার।
তাঁর ভবিষ্যদ্বাণী আখেরে মিলবে কি না সেটা সময়ই বলবে। কিন্তু মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলকে পেনাল্টি শুট আউটে হারিয়ে পরের রাউন্ডের টিকিট কেটে ফেলা প্যারিস সঁ জরমঁকে চলতি প্রতিযোগিতার সবচেয়ে বড় দাবিদার বলেই মনে করছে বিশেষজ্ঞদের একটা বড় অংশ।
ফার্স্ট লেগে আর্নে স্লটের টিমকে আগাগোড়া ছন্দহীন লেগেছিল। গোলমুখী শট মাত্র একটি, তাও ম্যাচের অন্তিম লগ্নে, ৮৭ মিনিটের মাথায় নেয় লিভারপুল। হার্ভি এলিয়টের গোলে জয় আসে ঠিকই। গত সপ্তাহে ২৭ খানা শট নিয়েও বল জালে জড়াতে না পারা পিএসজি টিমের মাথাব্যথা হয়ে উঠেছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। তিনি পরিত্রাতা না হলে ফল অন্যরকম হতেই পারত।
গতকাল অবশ্য প্রথম মিনিট থেকেই অন্য ছবি ধরা পড়ে। মাত্র ৪ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মো সালাহ। কিন্তু তাঁর শট গোললাইন থেকে ক্লিয়ার করেন লেফট ব্যাক নুনো মেন্ডেজ। ব্যাবধান বাড়িয়ে ম্যাচের শুরুতেই যখন লড়াই খতমের তোড়জোড় নিচ্ছে লিভারপুল, তখনই আচমকা পালটা আঘাত হানে পিএসজি। ব্র্যাডলি বারকোলার ক্রশ দুর্দান্ত ইন্টারসেপশনে লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিম কোনাটে রিসিভ করলেও ক্লিয়ারিংয়ে গন্ডগোল করে ফেলেন। যার ফায়দা তুলে গোল করে দলকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে।
পিছিয়ে পড়ে তেড়েফুঁড়ে ওঠেন মো সালাহরা। অন্যদিকে কাউন্টার অ্যাটাকে প্রতি আক্রমণ তোলে পিএসজি। একদিকে দিয়েগো জটা হেডার মিস করেন। অন্যদিকে খাভিচা কাভারৎস্কেলিয়ার শট বারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধেও একই ছবি। লিভারপুল আরও ঝাঁজ বাড়ায়৷ পরিত্রাতা হয়ে ওঠেন ইতালীয় গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। বিকল্প হিসেবে নামা কোনশার জোরালো শট পোস্টে ধাক্কা খায়। ফের হেডে গোল মিস করেন দিয়াজ। অন্যদিকে লুকাস বেরাল্ডোও সুযোগ নিতে ব্যর্থ হন।
দুই লেগ মিলিয়ে নিট ফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় একস্ট্রা টাইমে। তখন বেশ কয়েকটি বদলের জেরে ম্যাচে ফিরতে চায় এনরিকে বাহিনী৷ অন্তিম মুহূর্তে ডেম্বেলের শট অসাধারণ ক্ষিপ্রতায় বাঁচিয়ে দলের বিপর্যয় আটকান অ্যালিসন৷ খেলা টেনে নিয়ে যান পেনাল্টি শুট আউট পর্যন্ত৷ যেখানে একাই কুম্ভ হয়ে ওঠেন ডোনারুমা। ইউরোতে ইংল্যান্ড টিমকে রুখে ইতালিকে কাপ জিতিয়েছিলেন এই গোলরক্ষক। গতকাল ইংল্যান্ডের জমিতে আটকে দিলেন লিভারপুলের জয়রথ। সালাহ স্পট কিক থেকে গোল করলেও অসাধারণ অনুমানশক্তির পরিচয় দিয়ে ডারউইন নুনেজ ও কার্টিস জোনসের কিক সেভ করেন ডোনারুমা।
এই জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি। অন্যদিকে অ্যানফিল্ডে ঐতিহাসিক পরাজয়ের সাক্ষী থাকল লিভারপুল। ক্লাবের ইতিহাসে এই প্রথম ফার্স্ট লেগে জিতেও কোনও ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল তারা। গতকালের আগে একটানা ৩০টি নক আউট ম্যাচে জয় পেয়েছিল লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগের অন্যান্য ম্যাচের ফল:
ইন্টার মিলান ২-১ ফেয়েনুর্ড (গড় ৪-১)
বার্সেলোনা ৩-১ বেনফিকা (গড় ৪-১)
বায়ার্ন লেভারকুসেন ০-২ বায়ার্ন মিউনিখ (গড় ০-৫)