শেষ আপডেট: 3rd February 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো : শোয়েব আখতার। এই নামটার সঙ্গে গোটা ক্রিকেট বিশ্ব পরিচিত। পাকিস্তানের এই ফাস্ট বোলারের সামনে দাঁড়িয়ে বিশ্বের বাঘা-বাঘা ব্যাটারও রীতিমতো ভয়ে কাঁপতেন। শোয়েব যখন তাঁর সর্বোচ্চ ফর্মে ছিলেন, সেইসময় চোট পেয়েছেন বিপক্ষের একাধিক তারকা ক্রিকেটার। সেই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়েরও। এমনকী বিরাট কোহলি পর্যন্ত একটি ইন্টারভিউয়ে স্বীকার করেছিলেন যে তাঁর ভাগ্য ভাল ছিল যে শোয়েবের তোপের সামনে তাঁকে কখনও পড়তে হয়নি। কিন্তু বিশ্ব ক্রিকেটের এই একদা ত্রাসের সামনে যেভাবে ভারতের এক 'চা-ওয়ালা' বুক চিতিয়ে প্রতিবাদ করলেন, তা দেখে ইতিমধ্যে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন শোয়েব আখতার। আপাতত বিভিন্ন টুর্নামেন্টে তিনি ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করে থাকেন। আপাতত ILT20 2025 টুর্নামেন্টে তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, এই টুর্নামেন্ট ইতিমধ্যে প্লে-অফের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। একটি ম্য়াচ চলাকালীন ভারতের ইন্টারনেট সেনসেশন ডলি চা-ওয়ালার সঙ্গে তাঁর বেশ খানিকক্ষণ কথাবার্তা হয়। সেখানেই ওঠে সচিনের প্রসঙ্গ। সচিনের নামে শোয়েব মজার ছলেই বিরূপ মন্তব্য করছিলেন। আর সেটা শুনেই কার্যত গর্জে উঠলেন ডলি।
কথাবার্তার মাঝখানেই শোয়েব ডলিকে প্রশ্ন করেন, 'আমি যখন সচিনকে আউট করতাম, তখন কী তোমার খারাপ লাগত?' পালটা জবাব দিতে ডলি এক সেকেন্ডও নেননি। তিনি বলেন, 'কী আর করব বলুন? আমি নিজেও তো সচিনের ভক্ত!' এই উত্তর শুনে শোয়েব নিজেও হেসে ফেলেন। প্রসঙ্গত, ২২ গজে সচিন এবং শোয়েবের মধ্যে লড়াই থাকলেও, মাঠের বাইরে তাঁদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে।
Ran into Dolly Chaiwala at the stadium. What a lovely character with an inspiring story pic.twitter.com/W7lJ1Usefc
— Shoaib Akhtar (@shoaib100mph) January 31, 2025
ডলির কথায় শোয়েব নিজেও সায় দেন। পাকিস্তানের এই প্রাক্তন ফাস্ট বোলার জানান যে সচিনকে আউট করার পর শোয়েবের নিজেরও যথেষ্ট খারাপ লাগত। এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে ক্রিকেট মাঠে দাঁড়িয়ে ডলি চা খেলেন শোয়েব এবং মন খুলে প্রশংসাও করেন।