Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টবিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান২৫ বছর পর আবার আসছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, একতা কাপুর বললেন, 'এই শো তো শুধু আমাদের নয়'৪ অগস্ট শুনানি শুরু, রাজসাক্ষী হতে চেয়ে হাসিনার বিপদ বাড়ালেন সাবেক পুলিশ কর্তাওবিসি মামলায় জটিলতা অব্যাহত, আবেদনকারীদের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলাপের অনুমতি কোর্টেরমদ ছাড়লেন সলমন! প্রেসার চেম্বারে কী করছেন ভাইজান?হিমাচলে ধসের নীচে আটকে পাঁচ ঘণ্টা, সাক্ষাৎ মৃত্যুকে ছুঁয়ে অবশেষে মাটি খুঁড়ে বেরিয়ে এলেন তরুণীভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ইস্যুতে মুখ্যসচিবকে দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের
Dinesh Karthik Retirement

জন্মদিনেই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় কার্তিকের, এবার অন্য চ্যালেঞ্জ ডিকে-র

এমএস ধোনিও একরকমভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন সন্ধ্যা ৭-২৯ মিনিটে। দীনেশও জানালেন, আর ক্রিকেট নয়, এবার মাঠের বাইরে অন্য চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।

জন্মদিনেই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় কার্তিকের, এবার অন্য চ্যালেঞ্জ ডিকে-র

ক্রিকেট থেকে বিদায় নিলেন দীনেশ কার্তিক।

শেষ আপডেট: 1 June 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মঞ্চেই জানিয়েছিলেন, তিনি এবার ক্রিকেট ছেড়ে বানপ্রস্থে যেতে চান। সেটাই সরকারিভাবে জানালেন শনিবার সন্ধ্যা ৬-২৬ মিনিটে।

এমএস ধোনিও একরকমভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন সন্ধ্যা ৭-২৯ মিনিটে। দীনেশও জানালেন, আর ক্রিকেট নয়, এবার মাঠের বাইরে অন্য চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।

সেই অন্য চ্যালেঞ্জ বলতে ঠিক কী বলতে চেয়েছেন খোলসা করেননি এই লড়াকু ক্রিকেটার। যাঁর সম্পর্কে বলতে গিয়ে বিরাট কোহলি অতি সম্প্রতি জানিয়েছিলেন, ‘‘ডিকে (দীনেশ কার্তিক) অসাধারণ এক চরিত্র। ভাল ক্রিকেটার তো বটেই, ভাল বন্ধুও। আমার দুঃসময়ে আমাকে প্রেরণা যুগিয়ে গিয়েছে।’’

কার্তিক সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়ে সোশ্যাল সাইটে একটি চিঠিও লিখেছেন। বোর্ড আবার তাঁর ক্রিকেটীয় পরিক্রমা একটি ভিডিও সহযোগে পোস্ট করেছে। দীনেশ লিখেছেন, ‘‘এটা অফিসিয়াল। ধন্যবাদ। কার্তিক।’’

১৯ বছর ৮ মাস, ২৭ দিনের ক্রিকেটীয় সফর শেষ করলেন ৩৯ বছরের কার্তিক। যিনি ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি ওয়ান ডে ম্যাচ ও ৫৬টি টি ২০ ম্যাচ খেলেছেন। টেস্টে রান করেছেন ১০২৬, ওয়ান ডে ম্যাচে ১৭৫২ ও টি ২০ ক্রিকেটে ৬৭২ রান করেছেন। ১৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৬২০ রান তাঁর ঝুলিতে রয়েছে। তিনি কিপার কাম ব্যাটার হিসেবে খেলেছেন সারা জীবন।

কার্তিক এক খোলা চিঠিতে লিখেছেন, আমি আমার সব কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের সহায়তা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। যা পেয়েছি, সেটাই অনেক। দেশের লক্ষ লক্ষ ক্রিকেটারদের মধ্যে আমি সেই ব্যক্তি যে দেশের হয়ে ক্রিকেট খেলেছি, এটা কম গৌরবের নয়।’’

কার্তিক আরও বিশেষভাবে বলেছেন বাবা-মা এবং স্ত্রী স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকালের কথা। ‘‘ওঁদের পাশে থাকা আমাকে জোর দিয়েছে। আমার জন্য দীপিকা অনেক ত্যাগ স্বীকার করেছে।’’


ভিডিও স্টোরি