ক্রিকেট থেকে বিদায় নিলেন দীনেশ কার্তিক।
শেষ আপডেট: 1 June 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মঞ্চেই জানিয়েছিলেন, তিনি এবার ক্রিকেট ছেড়ে বানপ্রস্থে যেতে চান। সেটাই সরকারিভাবে জানালেন শনিবার সন্ধ্যা ৬-২৬ মিনিটে।
এমএস ধোনিও একরকমভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন সন্ধ্যা ৭-২৯ মিনিটে। দীনেশও জানালেন, আর ক্রিকেট নয়, এবার মাঠের বাইরে অন্য চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।
সেই অন্য চ্যালেঞ্জ বলতে ঠিক কী বলতে চেয়েছেন খোলসা করেননি এই লড়াকু ক্রিকেটার। যাঁর সম্পর্কে বলতে গিয়ে বিরাট কোহলি অতি সম্প্রতি জানিয়েছিলেন, ‘‘ডিকে (দীনেশ কার্তিক) অসাধারণ এক চরিত্র। ভাল ক্রিকেটার তো বটেই, ভাল বন্ধুও। আমার দুঃসময়ে আমাকে প্রেরণা যুগিয়ে গিয়েছে।’’
কার্তিক সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়ে সোশ্যাল সাইটে একটি চিঠিও লিখেছেন। বোর্ড আবার তাঁর ক্রিকেটীয় পরিক্রমা একটি ভিডিও সহযোগে পোস্ট করেছে। দীনেশ লিখেছেন, ‘‘এটা অফিসিয়াল। ধন্যবাদ। কার্তিক।’’
It's official ????
— DK (@DineshKarthik) June 1, 2024
Thanks
DK ???????? pic.twitter.com/NGVnxAJMQ3
১৯ বছর ৮ মাস, ২৭ দিনের ক্রিকেটীয় সফর শেষ করলেন ৩৯ বছরের কার্তিক। যিনি ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি ওয়ান ডে ম্যাচ ও ৫৬টি টি ২০ ম্যাচ খেলেছেন। টেস্টে রান করেছেন ১০২৬, ওয়ান ডে ম্যাচে ১৭৫২ ও টি ২০ ক্রিকেটে ৬৭২ রান করেছেন। ১৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৬২০ রান তাঁর ঝুলিতে রয়েছে। তিনি কিপার কাম ব্যাটার হিসেবে খেলেছেন সারা জীবন।
1⃣8⃣0⃣ intl. matches
— BCCI (@BCCI) June 1, 2024
3⃣4⃣6⃣3⃣ intl. runs
1⃣7⃣2⃣ dismissals
ICC T20 World Cup Winner ????
And countless memories ????
Congratulations on an incredible career, @DineshKarthik ????????#TeamIndia | #ThankYouDK pic.twitter.com/zjTAWS4pi2
কার্তিক এক খোলা চিঠিতে লিখেছেন, আমি আমার সব কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের সহায়তা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। যা পেয়েছি, সেটাই অনেক। দেশের লক্ষ লক্ষ ক্রিকেটারদের মধ্যে আমি সেই ব্যক্তি যে দেশের হয়ে ক্রিকেট খেলেছি, এটা কম গৌরবের নয়।’’
কার্তিক আরও বিশেষভাবে বলেছেন বাবা-মা এবং স্ত্রী স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকালের কথা। ‘‘ওঁদের পাশে থাকা আমাকে জোর দিয়েছে। আমার জন্য দীপিকা অনেক ত্যাগ স্বীকার করেছে।’’