শেষ আপডেট: 15th February 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বাঙালি ফুটবল সমর্থকদের কাছে আবেগের অপর নাম। ৯০ মিনিটের লড়াই দেখে আজও প্রত্য়েক বাঙালির রক্ত গরম হয়ে ওঠে। বর্তমানে ISL-এর পেশাদারিত্বে এই দুটো ক্লাবে হয়ত আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু আবেগ বদলানো সম্ভব হয়নি। শুধুমাত্র ভারতীয়রাই নন, বিদেশি ফুটবলাররাও এই দ্বৈরথ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। আর সেই সুরই শুনতে পাওয়া গেল ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের কথায়।
সম্প্রতি আইএসএল-এর অফিশিয়াল ফেসবুক পেজে দিয়ামান্তাকোসের একটি ভিডিও আপলোড করা হয়ছে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে দুজন দিমি রয়েছে। একজন দিমি পেত্রাতোস এবং অন্যজন অবশ্যই উত্তরদাতা। জবাবে ইস্টবেঙ্গলের দিমি বললেন, 'ইস্টবেঙ্গল সমর্থদকদের প্রশ্ন করলে, তারা আমাকেই সেরা বলবে। আর যদি তুমি...'। এইটুকু বলেই তিনি ইতস্তত বোধ করেন।
ঠিক সেইসময় প্রশ্নকর্তা মোহনবাগানের নামটা ধরিয়ে দেন। সঙ্গে জিজ্ঞাসাও করেন, 'আপনি মোহনবাগানের নামটাও উচ্চারণ করতে চান না?' জবাব দিতে গিয়ে হেসে ফেলেন দিয়ামান্তাকোস। বলেন, 'না না, এমন কোনও ব্যাপার নয়।'
এরপর লাল-হলুদ ফুটবলার বলেন, 'আমি আলাদা পজিশনে খেলি, আর ও খেলে আলাদা পজিশনে। আমরা ব্যক্তিগতভাবে একে অপরকে চিনি না। তবে আমাদের মধ্যে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে। ও গ্রিক ভাষায় কথা বলতে পারে। তবে ম্যাচের বাইরে কোনও কথা হয়নি।'