শেষ আপডেট: 1st August 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে আরও দুইবছরের চুক্তিতে সই করলেন দিমিত্রি পেত্রাতোস। তিনি সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণি। সেই কারণে দিমিত্রির সইয়ের পরে উচ্ছ্বসিত সমর্থকরা। মোহনবাগানের এই ফরোয়ার্ড এখনও শহরে আসেননি। তিনি অস্ট্রেলিয়ায় পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত। তিনি অবশ্য ১৮ অগস্ট ডার্বি ম্যাচে খেলতে পারবেন। তার আগেই তিনি প্রস্তুতিতে যোগ দেবেন।
বাগানে সই করার পরে পেত্রাতোস খুবই খুশি। তিনি জানিয়ে দিয়েছেন, আরও দুই বছরের চুক্তিতে মোহনবাগানে সই করতে পেরে ভাল লাগছে। এখনও দলকে আমার অনেককিছুই দেওয়ার রয়েছে।
মোহনবাগানের গোলমেশিন আরও বলেছেন, ‘‘দলের কোচ থেকে শুরু করে কর্তারা আমার প্রতি আস্থা দেখানোয় ভাল লাগছে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ, আমি আবার নিজের সেরাটা দিয়ে দলকে ট্রফি এনে দেওয়ার চেষ্টা করব। এবার আমাদের শক্তি আরও বেড়েছে। আমার দীর্ঘদিনের বন্ধু জেমি (ম্যাকলারেন) যোগ দিয়েছে। ওঁর সঙ্গে আমি বহু ম্যাচ খেলেছি। আমাদের জুটি জমে যাবে।’’
দিমিত্রি যে নিজের দল নিয়ে সব খোঁজই রাখেন, সেটি পরিষ্কার বোঝা গিয়েছে। পেত্রাতোসের বক্তব্য, গ্রেগ স্ট্রুয়ার্ট দলে আসায় শক্তি আমাদের বেড়েছে। পাশাপাশি রক্ষণে এসেছেন টম আলফ্রেড ও আলবার্তো রডরিগেজের মতো তারকারা। আপুইয়ার মতো ভারতের নামী ফুটবলার আসাতেও আমাদের মনোবল বেড়েছে।’’
সবশেষে সবুজ মেরুন সমর্থকদের কথাও আলাদাভাবে জানান এই বুলডোজার স্ট্রাইকার। দিমিত্রির কথায়, ‘‘দলের সমর্থকরাই আমাদের প্রেরণা। আমি চাই, এবারও সমর্থকরা আমার পাশে থাকুন। গত মরশুমে যেমন একটা দল হিসেবে খেলেছিলাম, এবারও সেই লক্ষ্য নিয়ে মাঠে নামব। আরও ট্রফি জেতাই লক্ষ্য থাকবে।’’