
ফের চমক ধোনির, অ্যাকাডেমি খুললেন দ্রাবিড়, কুম্বলের শহরে
এবার তিনি মনস্থ করেছেন নিজের নামে অ্যাকাডেমি খুলবেন রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেদের শহর বেঙ্গালুরুতে। অন্য কেউ হলে নিজের নামে অ্যাকাডেমি নিজের শহরে খুলতেন, কিন্তু তিনি ব্যতিক্রম, তাই তাঁর ভাবনাও পৃথক।
ক্রীড়া সংস্থা গেমপ্লে এবং আরকা স্পোর্টস মিলে মঙ্গলবার বেঙ্গালুরুতে এম.এস. ধোনি ক্রিকেট অ্যাকাডেমির শুভ সূচনা করলেন। ৭ নভেম্বর থেকে নিজের পদক্ষেপ শুরু করবে ধোনির ক্রিকেট অ্যাকাডেমি। তিনি দেশের নানা কেন্দ্রে ক্রিকেটার তুলে আনার প্রয়াস নিয়েছেন। এটিও বিশেষ ভাবনা।
তিনি এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত হলেও তিনি সারাক্ষণ অনলাইনে ছিলেন উদ্বোধনের সময়। সবটাই দেখেছেন ভিডিও কলের মাধ্যমে।
এমএসডিসিএর পরামর্শদাতা এবং ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি বলেন, ‘আমি এম.এস. ধোনি ক্রিকেট অ্যাকাডেমি চালু করতে পেরে উচ্ছ্বসিত। এটি আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করবে। এই অ্যাকাডেমি আপনাকে ৩৬০-ডিগ্রি প্রশিক্ষণ পদ্ধতি সরবরাহ করার লক্ষ্য রাখে।’
ভারতের বিশ্বজয়ী প্রাক্তন দলনেতা আরও বলেছেন, ‘‘আমরা যোগ্য কোচ এবং ফিটনেস বিশেষজ্ঞদের নিয়ে আসব। এখনই নিজের বাচ্চাদের নাম লেখান এবং আমার অ্যাকাডেমির অংশ হতে প্রস্তুত হোন। এটা শুধু ক্রিকেটার হওয়া নয়, স্মার্ট হওয়া। খেলার মানসিকতা এবং শারীরিক দক্ষতা শিখতেও এই অ্যাকাডেমিতে নিয়োগ জরুরী।’’
গেমপ্লের কর্ণধার দীপক এস ভাটনাগর বলেন,‘‘আজ আমাদের জন্য শুধু গেমপ্লেতে নয়, বেঙ্গালুরুতে সকল উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। মাইক্রোসফট. ধোনি ক্রিকেট অ্যাকাডেমি চালু হতে ওদের স্বপ্ন সার্থক হবে। ধোনির কাছে আমরা কৃতজ্ঞ তিনি নিজের শহর ছেড়ে আমাদের শহরে এসে অ্যাকাডেমি খুললেন। এই জন্য ওঁকে শ্রদ্ধা জানাই।’’
জানা গিয়েছে, ধোনি নিজেও বছরে অন্তত তিনবার নিজের নামে অ্যাকাডেমিতে এসে খুদেদের পরামর্শ দিয়ে যাবেন।