শেষ আপডেট: 2nd August 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নপূরণ হতো অঙ্কিতা ভগতের। বাংলার এই মেয়েটি অলিম্পিক্সের মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছিলেন। আমেরিকার বিরুদ্ধে খেলছিলেন ব্রোঞ্জ জয়ের ম্যাচ। সেই ম্যাচে ২-৬ পয়েন্টে হারলেন বরানগরের মেয়ে। অঙ্কিতার সঙ্গে জুটি ছিল ধীরাজ বোমদেভারার। তাঁরা ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন।
অঙ্কিতা যে পাড়ায় থাকেন, সেই পাড়াতেই থাকেন অলিম্পিয়ান অতনু দাস। তাঁর স্ত্রী দীপিকা কুমারি, তিনিও অলিম্পিক্সে পদকের আশায় রয়েছেন। তবে অঙ্কিতার উত্থান চমকপ্রদ। বাবা শান্তনু ভকত, সকালে বাড়ি বাড়ি মাদার ডেয়ারি দুধ দেন।
সেই পরিবার থেকে অঙ্কিতার তিরন্দাজ হয়ে ওঠা স্বপ্নের মতোই। তিনি মিক্সড ইভেন্টে পদক জিতলে পারলে দোলা বন্দ্যোপাধ্যায়দের ছাপিয়ে যাবেন। দোলারা অলিম্পিক্সে নামলেও পদক জিততে পারেননি। সেদিক থেকে ২৬ বছরের অঙ্কিতা জিততে পারলে সবাইকে ছাপিয়ে যেতেন।
অঙ্কিতা অবশ্য জাতীয় স্তরের তিরন্দাজিতে ঝাড়খন্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন। ধীরাজের সঙ্গে অঙ্কিতার বোঝাপড়া দারুণ। তাঁরা এশিয়ান গেমসেও পদক জিতেছিলেন। এবার অলিম্পিক্সে পদকের দৌড়ে ছিলেনও, শেষমেশ পারেননি।
২০১৫ সালে চিনে বিশ্ব যুব তিরন্দাজিতে অঙ্কিতা সুযোগ পেলেও তাঁর শেষ মুহূর্তে ভিসা না হওয়ায় যেতে পারেননি। ২০১৭ সালে ফের বিশ্ব যূুব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়ে সোনা জেতে ফেরেন। সেটাই বাংলার তিরন্দাজের বড় সাফল্য ছিল।