শেষ আপডেট: 24th July 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে যোগ দিলেন দেশের নামী গোলরক্ষক ধীরাজ সিং। তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপের দলে সুনামের সঙ্গে খেলেছিলেন। ওই দলেরই সদস্য ছিলেন ইস্টবেঙ্গলে এ মরশুমে সই করা জিকসন সিং। যিনি মাঝমাঠের স্তম্ভ ছিলেন।
ধীরাজ গত তিন মরশুমে এফসি গোয়ার লাস্ট লাইন অব ডিফেন্ডার হিসেবে খেলেছেন। সবুজ মেরুনে যোগ দেওয়ায় গোলরক্ষক পজিশন নিয়ে সমস্যা থাকল না। এমনিতেই হোসে মোলিনার দলের একনম্বর গোলরক্ষক হলেন বিশাল কাইথ। তাঁর ডেপুটি হিসেবে ধীরাজ দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে সিনিয়র দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা। তার আগেই কোচ মোলিনা চলে আসবেন কলকাতায়। প্রথমদিনের অনুশীলনে দেখা যাবে ধীরাজকে।
গোয়ার জার্সিতে মোট ৫৩টি ম্যাচ খেলেছেন ধীরাজ। পাশাপাশি তিনি শুরু করেছিলেন ইন্ডিয়ান অ্যারোজ দলেও। এমনকী কেরালা ব্লাস্টার্স দলেও তাঁকে দায়িত্বের সঙ্গে গোলকিপিং করতে দেখা গিয়েছে। মোহনবাগানে বিশাল ছাড়া ভালমানের গোলরক্ষক ছিল না, ২৪ বছরের ধীরাজ আসায় দলের মনোবল আরও বাড়বে। প্রসঙ্গত, ইস্টবেঙ্গল এবার সই করিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ ঘোষকে। দেবজিৎ অবশ্য নিজের সেরা সময় পার করে এসেছেন।