শেষ আপডেট: 13th April 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: জিততে গেলে তুলতে হত ২৪৬ রান৷ সামনে যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিংয়ের মতো বাঘা বাঘা বোলার। কিন্তু একাই রণসিংহ হয়ে দাপিয়ে বেড়ালেন অভিষেক শর্মা। ৫৫ বলে বিস্ফোরক ১৪১ রান! আইপিএলের ইতিহাসে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। যার সুবাদে পাহাড়প্রমাণ টার্গেট ঝুরঝুর করে খসে পড়ল। পাঞ্জাবের স্বপ্ন অস্তে গেল। রচিত হল নয়া আইপিএল রেকর্ডও। আগে একবারই মাত্র এর চেয়ে বেশি রানের লক্ষ্য পেরিয়েছে কোনও টিম৷ পাঞ্জাব কিংসকে হারিয়ে রেকর্ড তালিকায় দু'নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে খারাপ খেলেনি পাঞ্জাব। মাত্র ৩৬ বলে ৮২ রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ যোগ্য সঙ্গত দেন প্রভসিমরন সিং৷ তাঁর সংগ্রহে ৪২ রান৷ সেটাও মোটে ২৩ বলে। নতুন তারকা প্রিয়াংশ আর্য ১৩ বলে ৩৬ বলে যে বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস রচনা করেন, সেটাকেই এগিয়ে নিয়ে যায় দলের মিডল অর্ডার৷ শেষ হয় মার্কাস স্টোইনিসের ১১ বলে ৩৪ রানের ইনিংসে।
২০ ওভার শেষে ২৪৫ রানের প্রকাণ্ড স্কোর তুলে অজি অলরাউন্ডার স্টোইনিস এবং দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন যখন ড্রেসিং রুমে ফিরলেন, তখন মনে হচ্ছিল এই রানের পাহাড়ের সামনে চাপা পড়বে হায়দরাবাদ। চলতি আইপিএলে এর আগে সেভাবে দুশোর বেশির টার্গেট সেভাবে কোনও দলই তুলতে কিংবা তার ধারেকাছেও পৌঁছতে পারেনি। ফলে পাঞ্জাবের জয় স্রেফ সময়ের অপেক্ষা—এই মনে হচ্ছিল যখন, তখনই জ্বলে উঠলেন অভিষেক শর্মা। জ্বলে উঠলেন ট্র্যাভিস হেড-ও। অবশেষে ক্লিক করল ‘ট্র্যাভিষেক’ জুটিও। যা গত আইপিএলে বোলারদের সাড়ে সর্বনাশের কারণ হয়ে উঠেছিল। এবারের টুর্নামেন্টে সেভাবে একই সঙ্গে পুরোনো ছন্দে দেখা যায়নি হায়দরাবাদের দুই ওপেনারকে।
সেই আক্ষেপ আজ সুদে আসলে মেটালেন মারকুটে জুটি। বিশেষ করে অভিষেক৷ ছক্কা হাঁকানোর হাকিম তিনি। আজ কড়া ওষুধ ঢাললেন! হানলেন প্রত্যাঘাত। ১৪১ রানের বিধ্বংসী ইনিংস সাজানো থাকল ১৪টি চার, ১০টি ছয়ে। গতবারের ফাইনালিস্ট দল এবার দল সেভাবে ছন্দে নেই। তবু সমর্থকদের সমর্থনে, উন্মাদনায় ভাটা পড়েনি। সেই আনুগত্যকে কুর্নিশ জানাতেই সেঞ্চুরি করে সাদা পাতা মেলে ধরলেন হায়দরাবাদের তরুণ তুর্কি। যেখানে লেখা—‘এটা অরেঞ্জ আর্মির জন্য!’
তখনও ম্যাচ শেষ হয়নি। কিন্তু ভবিতব্য মোটামুটি স্থির। ট্র্যাভিস হেড কাজের কাজ (৩৭ বলে ৬৬ রান) সেরে ফিরে গেছেন। নিজে অপরাজিত থেকে মাঠ না ছাড়লেও জয়ের সমস্ত বাধা ততক্ষণে দূর করে ফেলেছেন অভিষেক৷ হেনরিক ক্লাসেন, ঈশান কিষান নেমে নয় বল বাকি থাকতে দলের জয়টুকু নিশ্চিত করেন।