জয়ের সরণিতে ফিরল মুম্বই
শেষ আপডেট: 13th April 2025 23:59
দ্য ওয়াল ব্যুরো: অপরাজিত তকমা ঘুচল দিল্লির (DC)। ঘরের মাঠে তাদের হারিয়ে কার্যত নাটকীয় জয় মুম্বইয়ের (MI)। করুণ নায়ারের (Karun Nair) বিধ্বংসী ব্যাটিং একেবারে জলে গেল। ৪০ বলে ৮৯ রান করেও দলকে জেতাতে পারলেন না তিনি।
অরুণ জেটলি স্টেডিয়ামে তিলক বর্মা (৫৯), রিকেলটন (৪১) এবং নমনদের (৩৮) ত্রিফলা আক্রমণ এবং শেষে করন শর্মার বোলিংয়ে জয়ের মুখ দেখল হার্দিক পাণ্ডিয়ার দল।
রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই। যদিও রান পাননি দুই তারকা ব্যাটার রোহিত শর্মা (১৮) এবং হার্দিক পাণ্ডিয়া (২)। তারপরও ২০০ রানের গণ্ডি পেরিয়েছে বাণিজ্যনগরীর দলটি। নেপথ্যে ওপেনার রিয়ান রিকেলটন।
রোহিত-হার্দিকরা যখন আউট হয়ে একপ্রকার চাপে ফেলেছে দলকে, তখন অন্যদিক ২৫ বলে ৪১ রান করেন রিয়ান। এরপর মুম্বইয়ের খাতায় আরও রান জুড়ে দেন সূর্যকুমার যাদব (২৮ বলে ৪০ রান), তিলক বর্মা (৩৩ বলে ৫৯ রান) এবং নমন ধীর (১৭ বলে ৩৮ রান)।
২০ ওভার শেষে মোট ২০৫ রান তোলে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির হয়ে দাপট দেখান করুণ। বাংলার অভিষেক পোড়েলের সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন তিনি।
যদিও দিল্লির বাকি ব্যাটারদের কেউই তেমন আশা জগাতে পারলেন না। ১৯৩ রানেই ক্ষান্ত হয় দিল্লি। পরপর তিনটি রান আউটই যেন দিল্লিকে প্রথম পরাজয়ের রাস্তা দেখাল। ২ পয়েন্ট নিয়েই সাময়িক খুশি মুম্বই।