
শেষ মুহূর্তের ভুলে ব্রোঞ্জও হারালেন দীপক পুনিয়া, খালি হাতে ফিরছেন ভিনেশ ফোগতও
দ্য ওয়াল ব্যুরো: কুস্তিতে ব্রোঞ্জও হারালেন ভারতের নামী কুস্তিগির দীপক পুনিয়া। শুধু তিনি নন, যাঁকে নিয়ে প্রবল আশা করা হয়েছিল, সেই ভিনেশ ফোগতও হার মেনেছেন ব্রোঞ্জের লড়াইয়ে।
প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনাল বাউটে দাপুটে জয় তুলে নিয়েছিলেন দীপক। যদিও ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে একতরফা হারতে হয়েছিল ভারতীয় কুস্তিগীরকে। সেই হারের ধাক্কা সামলে ব্রোঞ্জ মেডেল বাউটে ঘুরে দাঁড়াতে পারলেন না দীপক। সান মারিনোর মাইলস নাজেম আমিনের কাছে ২-৪ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন তিনি। খেলার একেবারে অন্তিম সময়ে তিনি রাশ হালকা করতেই বিপক্ষ সেই সুযোগ নিয়ে নিয়েছেন।
News Flash:
Wrestling: Deepak Punia loses Bronze medal bout (FS 86kg) 2-4 to Myles Amine. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/hSjo85SstF— India_AllSports (@India_AllSports) August 5, 2021
প্রথম পিরিয়ডে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন দীপক। বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন ভারতীয় তারকাই। দ্বিতীয় পিরিয়ডে সান মারিনোর কুস্তিগীর (২+১) ৩ পয়েন্ট সংগ্রহ করেন। ফলে ২-৪ ব্যবধানে পিছিয়ে পড়তে হয় দীপককে।
💔💔💔
— India_AllSports (@India_AllSports) August 5, 2021
News Flash: Vinesh Phogat's Bronze medal chances (via Repechage) eliminated as her QF victor Vanesa loses in Semis.
From being a Gold medal contender, it would be a no medal show for Vinesh at Tokyo.
Absolutely gutted! #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/LPIyx1Owo2
শেষমেশ আর ব্যবধান মুছে ফেলতে পারেননি দীপক। ফলে এবারের মতো সম্ভাবনা জাগিয়েও টোকিও অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হচ্ছে তাঁকে ও ভিনেশকে।