Latest News

ইস্টবেঙ্গলের বইপ্রকাশ অনুষ্ঠানে চাঁদের হাট ও বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে (East Bengal) বিতর্কের শেষ নেই। এর আগে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারী সংস্থা ও ক্লাব প্রশাসনের মধ্যে চুক্তিপত্রে সই নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সমস্যা মিটলেও তার রেশ থাকল বই প্রকাশ অনুষ্ঠানে।

এদিন ইস্টবেঙ্গলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার গৌতম রায় সঙ্কলিত ইতিহাসে ইস্টবেঙ্গল বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তারকার মেলা ছিল অনুষ্ঠানে।

প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টচার্য, সমরেশ চৌধুরী, সুকুমার সমাজপতি প্রমুখ। কিন্তু তাল কাটে বইপ্রকাশের অনুষ্ঠানের পাশে কিছু সমর্থকের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে।

এই বইটি আদতে শ্রী সিমেন্টের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নামেন লাল হলুদ সমর্থকরা। এই অনুষ্ঠান আলো করে ছিলেন লাল হলুদের সোনার সময়ের সচিব অজয় শ্রীমানি। তিনি বক্তব্যও রাখেন। তাঁর সামনে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যবাহী।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের মঞ্চে মেডিকেল অফিসারের পদে নিযুক্ত হলেন এক ভারতীয়

গৌতম রায় এক সরকারী পদে থেকেও লাল হলুদের মিডিয়া ম্যানেজার ছিলেন। তিনি আদতে পরিসংখ্যানবিদও। কিন্তু ক্লাবের রদবদল হতে তিনি চাকরি হারান। তাঁর পরিবর্তে শ্রী সিমেন্ট ম্যানেজার করে নিয়ে আসেন তরুণ দেবায়ন মুখোপাধ্যায়কে। কিন্তু বিনিয়োগকারী সংস্থার কর্তারা গৌতম বাবুকে অন্যভাবে ব্যবহার করেছেন।

তাঁকে দিয়ে ইস্টবেঙ্গলের ইতিহাস বইটিতে জার্সি নিয়ে বিভ্রান্তিকর এক ইতিহাসকে সামনে এনেছেন, এটি আসলে তাঁদের ক্ষমতা কায়েম করার এক প্রয়াস, সেটি ধরেছেন সমর্থকরা। তাই এদিন অনুষ্ঠানের বাইরে তাঁরা বলতে থাকেন, বিনিয়োগকারীদের এই চক্রান্ত বেশিদিন চলবে না। ইতিহাসকে বিকৃত করার অধিকার কারোর নেই।

সব থেকে প্রাসঙ্গিক, এই অনুষ্ঠানে বর্তমান কর্তাদের দেখা যায়নি, দেখা মেলেনি বিনিয়োগকারী আধিকারিকদেরও।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like