শেষ আপডেট: 28th January 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো : সোমবার (২৭ জানুয়ারি) রাতে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয়লাভ করেছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচে মেরিনার্সরা ১-০ গোলে জয়লাভ করে। আর সেইসঙ্গে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল।
প্রসঙ্গত, মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন লিস্টন কোলাসো। এই বিশ্বমানের গোল নিয়ে ইতিমধ্যে প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। ম্যাচের শেষে লিস্টনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বললেন, 'লিস্টন আগেও প্রচুর ভাল ভাল গোল করেছে। এই মরশুমে তেমন গোল ও করতে পারছিল না। তবে আজকের এই গোলটা করার পর আমার মনে হয় ও আত্মবিশ্বাস ফিরে পাবে।'
এই জয়ের পর তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকেও কার্যত খোঁচা দিতে ছাড়লেন না। বললেন, 'রেফারির বদান্যতায় কখনও এক নম্বর হওয়া যায় না। দিনের পর দিন একটা দল কখনই আইএসএল লিগ টেবিলে এক নম্বরে থাকতে পারে না। যারা বলে, তারা আসলে ফুটবল বোঝে না। তারা মূর্খ।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা প্রত্যেকটা ম্যাচ জিততেই অভ্যস্ত। দুটো ম্যাচ ড্র করলে চাপে পড়ে যাই। অনেক দলই আছে, যারা ১০ ম্যাচ পরে একটায় জিতে মনে করে অনেক বড়ো কিছু করে ফেলেছে। কিন্তু, আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হয়। আজকের ম্যাচটা সত্যিই খুব কঠিন ছিল। বেঙ্গালুরুর মতো প্রতিপক্ষকে হারানো অতটাও সহজ নয়। ওদের হারানোটা অনেক বড় ব্যাপার।'