শেষ আপডেট: 10th November 2024 10:20
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থেকেছে। মাত্র ১ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখে ইস্টবেঙ্গল এফসি। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার। সৌজন্যে ম্যাচ রেফারি হরিশ কুণ্ডু। আর এই ব্যাপারেই ক্ষোভ উগরে দিয়েছেন দেবব্রত সরকার ওরফে নিতু।
তাঁর কথায়, ইস্টবেঙ্গল-মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ খোদ রেফারি। তিনি বলেন, 'এদিনে ম্যাচের জয় রেফারির। ক্লাবকে ছয় নম্বরে যেতে না দেওয়ার পরিকল্পনা চলছিল বলে আমার ধারণা। আমরা যতগুলো ম্যাচ ফেস করেছি প্রত্যেকটা ম্যাচেই আমরা বঞ্চিত। এএফসি তার প্রমাণ। রেফারিং প্রপার হলে আমাদের টিম বেটার খেলে।'
গত ৬ ম্যাচে ইস্টবেঙ্গল একটাও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অবশেষে সপ্তম ম্যাচে তারা মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার সুবাদে একটা পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছে। তবে এই এক পয়েন্টই ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস ১০০ শতাংশ বাড়িয়ে দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
রেফারির সিদ্ধান্তে লাল-হলুদ সমর্থকরা বেশ চটেছেন। আশা করেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁও এই ব্যাপারটা নিয়ে মুখ খুলবেন। কিন্তু, ম্যাচের শেষে সাংবাদিক বৈঠক করতে এসে রেফারিং নিয়ে একটা কথাও অস্কারের মুখে শুনতে পাওয়া গেল না।
অস্কার বললেন, 'আমরা এই ম্যাচটা হয়ত জিততে পারিনি। কিন্তু, হারিওনি। এই ড্র আমাদের কাছে একটা নৈতিক জয়। তবে আমাদের আসল লক্ষ্য হল ম্যাচ জিতে পয়েন্ট সংগ্রহ করা। আশা করছি, পরের ম্যাচে আমরা অবশ্যই জিততে পারব।' পাশাপাশি লাল-হলুদ ফুটবলারদের এমন লড়াকু পারফরম্য়ান্সের জন্য় আলাদা করে ধন্যবাদও জানান তিনি।