Latest News

David Miller: তিন ছক্কায় ম্যাচ জেতানো মিলারই গুজরাতের ‘আলাদিন’

দ্য ওয়াল ব্যুরো: মিলারের কিলারেই (David Miller) রাজস্থান রয়্যালস ঘায়েল, ফাইনালে গুজরাত। শেষ ওভারে মঙ্গলবার রাতের ইডেনে (Eden) তাঁর তিনটি ছক্কায় প্রথমবার এসেই ফাইনালে চলে গেল আমেদাবাদ শহরের ফ্রাঞ্চাইজি দল।

রাজস্থানের হয়ে যশ বাটলারের দুরন্ত ইনিংস, নিজের দলের নেতা হার্দিকের ভাল খেলার পরেও ম্যাচের সেরা ডেভিড মিলার। হার্দিক পান্ডিয়ার সাথে ১০৬ রানের জুটি গড়েন মিলার। এই জুটির কারণে রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় গুজরাত।

ম্যাচের সেরা হয়ে প্রোটিয়া ক্রিকেটার মিলার বলেন, ‘‘আমি মনে করি সুযোগ পাওয়াটাই বড় বিষয়। আপনি সুযোগ কাজে লাগাতে না পারলে যা করবেন, সবটাই বৃথা। একটি ভূমিকা পালন করেছি এবং রান করেছি। আমি প্রথম থেকেই বাইরে থেকে প্রচুর সমর্থন পেয়েছি। আমার ব্যক্তিগত খেলা নিয়ে বলতে গেলে বলতে হবে আমি আমার ভূমিকা উপভোগ করছি।’’

Eden Kohli: ইডেনে ‘বিরাট ম্যাচ’ বৃষ্টিতে বাতিল হলে কপাল পুড়বে কোহলিদের

মিলার জানান, তিনি নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন। জানতেন শুরুতেই চালাতে হবে। কারণ ভাবার আর কোনও অবকাশ ছিল না।

শেষ ওভারের ছক্কার হ্যাটট্রিকের কারিগর বলেছেন, ‘‘আপনি যা পারেন তা দিয়ে সবটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বেশি দূরের কথা ভাবতে পারবেন না। আপনি নিজের শ্বাসপ্রশ্বাসে মনোনিবেশ করুন বিষয়টি, যদি মনে করেন পারব, শেষ চেষ্টা করা উচিত।’’

নিজের দল প্রথমবার ফাইনালে খেলবে। সেই নিয়েও উচ্ছ্বসিত তারকা। বলেছেন, ‘‘কয়েকদিনের ছুটি নিয়েছি আমরা। ফিরে গিয়ে আমেদবাদে বড় একটা বাস সফরে যাব, সবাই মিলে আনন্দ করব।’’

হারা ম্যাচ জিতেছে হার্দিকের দল। একেবারে হারের কিনারা থেকে ম্যাচ জিতিয়ে নায়ক মিলার, তিনিই যেন দলের আলাদিন, তাঁর আশ্চর্য্য প্রদীপেই প্রাণ ফিরেছে দলের।

You might also like