
মহাষষ্ঠীর দিন ইস্টবেঙ্গল শিবির আলো করে এলেন চিমা
সোমবার মহাষষ্ঠীর দিন সকালবেলা লাল হলুদের গোয়া শিবির আলো করে তিনি পা রাখলেন। ভিসার কারণে একটু টানাপোড়েন হয়েছে ঠিকই, তবে সেটি বড় আকার নেয়নি।
চিমাও স্ট্রাইকার পজিশনে খেলেন, তাঁর পরিসংখ্যান বলছে তিনিও গোল চেনেন ভালই। তবে অতীতের চিমা ছিলেন বুলডোজার স্ট্রাইকার, কৃশানু দে বল বাড়াতেন, আর চিমা গোল করতেন রোলসরয়েসের গতিতে। এই চিমাকে বল বাড়াবেন কে, সেটি মাঠে নামা না পর্যন্ত বোঝা যাচ্ছে না।
নিভৃতবাস শেষ করে দ্রুত দলের সকলকে নিয়ে অনুশীলনে নামতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ। আইএসএল-এ খেলতে নামার আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচও খেলতে চাইছেন তিনি।
২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল-এর প্রথম ম্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। এর পরই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে এসসি ইস্টবেঙ্গল।