
কিন্তু নামে তো অনেক কিছুই যায় আসে। তা আরও একবার প্রমাণিত হতে চলেছে কলকাতা ময়দানে (Kolkata Maidan)। ধরা যাক কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। ধরা যাক বড় ম্যাচে যুবভারতীর গ্যালারি সবার জন্য খুলে দেওয়া হল। তাহলে ফের একবার সল্টলেক স্টেডিয়ামের কংক্রিটে ধাক্কা খেয়ে মাঠ কেঁপে যায় গর্জনে। আওয়াজ উঠবে চিমা… চিমা…
কথা প্রায় পাকা হয়েই ছিল। বিষ্যুদবারের সন্ধেবেলা সরকারি ভাবে এসসি ইস্টবেঙ্গলে (East Bengal) সই করলেন নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু (Daniel Chima Chukwu)।
বড় ঘোষণা বিরাটের, বিশ্বকাপের পরেই ছাড়ছেন…
এক চিমা ওকেরি কলকাতা ময়দান কাঁপিয়ে ছিলেন আট থেকে নয়ের দশকের শেষ পর্যন্ত। সেই তাঁর দেশেরই একই নামের স্ট্রাইকার এলেন ইস্টবেঙ্গলে। আইএসএল খেলবেন লাল-হলুদ জার্সিতে।
এবছর ইস্টবেঙ্গলের আইএসএল খেলাই বিশবাঁও জলে চলে গিয়েছিল। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আইএসেলে জায়গা পাকা করেছে শতাব্দী প্রাচীন ক্লাব। চিমাকে নিয়ে মট চার বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল। এর আগে সই করেছেন ছ’ফুট উচ্চতার ক্রোয়েশিয় যুব দলের ডিফেন্ডার ফ্রাঞ্জো প্রিৎসে। শুরুতে স্লোভানিয়ার মিডফিল্ডার আমির ডার্ভিসিচকে সই এশিয়ান কোটায় সই করানো হয়, অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিস্লাভকে।
আইএসএলে ছয় বিদেশি সই করাতে পারে দলগুলি।তবে ইস্টবেঙ্গলের পরিকল্পনা এখনই ছয় বিদেশি সই তারা করাবে না। পাঁচ জনকে সই করিয়ে রাখবে। এরপর জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুললে দেখে নিয়ে ফের বিদেশি আনবে। সেদিক থেকে আরও এক বিদেশি কে হবেন সেদিকে চোখ থাকবে লাল-হলুদ জনতার।