শেষ আপডেট: 12th December 2024 22:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ (D Gukesh) বিশ্ব দাবায় নতুন ইতিহাস গড়লেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি হয়ে উঠলেন সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১৪তম এবং নির্ণায়ক গেমে বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে এই মুকুট অর্জন করেছেন গুকেশ (D Gukesh)।
ডিং লিরেনের সঙ্গে ফাইনাল ম্যাচে ৬.৫-৬.৫ পয়েন্টে সমতা আনেন গুকেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ১৪তম গেমে ডিং লিরেন সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন। তবে খেলার ৫৩তম চালের সময় ডিং একটি গুরুতর ভুল করেন। সেই মুহূর্তে গুকেশের নির্ভীক সিদ্ধান্ত ও চাপে ফেলার কৌশলে কেল্লাফতে করেন। পিছিয়ে থাকা ডিং শেষমেশ চাপ সামলাতে না পেরে হার মানেন।
এই জয়ে গুকেশ (D Gukesh) হয়ে উঠলেন বিশ্ব দাবার ১৮তম চ্যাম্পিয়ন এবং সর্বকনিষ্ঠ অবিসংবাদিত বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।
ডিং লিরেন ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও গুকেশের (D Gukesh) শেষ মুহূর্তের চাল তা রুখে দেয়। গুকেশের এই ঐতিহাসিক জয় ভারতীয় দাবার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করা হচ্ছে।
ডিং লিরেনের বয়স ৩২ বছর। এই চিনা গ্র্যান্ডমাস্টার এতদিন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ছিলেন। তিনি তিনবার চিনা দাবা চ্যাম্পিয়নশিপে জিতেছেন। ২০১৯ সালে তিনি গ্র্যান্ড চেস ট্যুরে চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়েন, যেখানে ফাইনালে ম্যাক্সিম ভাশিয়ে-লাগ্রাভকে পরাজিত করেন ডিং। একই বছরে তিনি সিনকিউফিল্ড কাপের শিরোপাও জয় করেন। সেই চিনা চালকে কিস্তিমত করে এবার বিশ্ব দাবায় সেরার সেরা হলেন ভারতের গুকেশ।
গুকেশের এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'এই জয় ঐতিহাসিক। এক নয়া নজির কায়েম করবে! এই স্মরণীয় সাফল্যের জন্য ডি গুকেশকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা আসলে ওর অসম্ভব প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গের কারণেই সম্ভব হয়েছে।'
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুকেশকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'ইতিহাস সৃষ্টি এবং সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়ার জন্য গুকেশ ডি-কে আন্তরিক অভিনন্দন! এই বিস্ময় ছেলের অসামান্য কৃতিত্ব সারা ভারতকে গর্বিত করেছে! এই গৌরবময় জয়ে উল্লাস করবে গোটা জাতি! জয় হিন্দ!'