ভারতীয় টিম
শেষ আপডেট: 17th March 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক ভারতীয় দলে কেউ অপরিহার্য নন। এমনকী বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাও নন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টিম ইন্ডিয়ার গভীরতা ও প্রতিভার ব্যাপ্তি নিয়ে বন্দনা শোনা গেল সুনীল গাভাসকারের গলায়।
একটি সংবাদপত্রে লেখা কলামে ভারতীয় টিমের সর্বশেষ পারফরম্যান্স নিয়ে একগুচ্ছ বিশ্লেষণ পেশ করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার। তিনি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা আর সেটাও জসপ্রীত বুমরাহকে ছাড়া—বুঝিয়ে দেয় এই দলে কেউ অপরিহার্য নন৷ এর আগেও ভারত রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে ছাড়া জিতেছে। যদিও পাশাপাশি এও সত্যি যে, এই দুই ব্যাটসম্যানের উপস্থিতি দলকে আরও অপরাজেয় করে তোলে।’
এই প্রসঙ্গে সুনীল মনে করিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিকে বিচ্ছিন্নভাবে দেখাটা উচিত হবে না। কারণ এর আগে অস্ট্রেলিয়া সফর ও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে লাল বলের ক্রিকেটে পর্যুদস্ত হয়েছিলেন রোহিতরা। কিন্তু তারপর ওয়ান ডে-তে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ জয় দলকে ফর্মের রাস্তায় ফিরিয়ে আনে। সেই ছন্দই ধরা পড়ে দুবাইয়ের ময়দানে।
এই বিষয়টিকে মনে করিয়ে গাভাসকার জুড়েছেন, ‘খুব কম দলই রয়েছে যারা জসপ্রীত বুমরাহর মতো একজন বোলারের উপর নির্ভরশীল। তারপরেও বুমরাহর অনুপস্থিতি সত্ত্বেও ছোট লক্ষ্যমাত্রা দিয়ে দল ম্যাচ বের করে নিয়েছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের গৌরবকে টুর্নামেন্ট চলাকালীন ম্লান করতে উঠেপড়ে লেগেছিল মিডিয়া ও প্রাক্তন ক্রিকেটারদের এক অংশ। ভারত অবৈধ সুযোগ নিয়ে জিতেছে, তাদের বাকি টিমের মতো ঘুরে ঘুরে খেলতে হয়নি, একই মাঠে সমস্ত ম্যাচ খেলেছেন রোহিতরা, ধাতস্থ হওয়ার সুযোগ পেয়েছেন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে—এমন ন্যারেটিভ বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছে। যদিও ইদানীং উপমহাদেশের অনেক প্রাক্তন খেলোয়াড় এর বিরোধিতা করেছেন। ওয়াসিম আক্রম যেমন স্পষ্ট বলেছেন, দুনিয়ার যে কোনও প্রান্তে খেলা হলেও জিতত ভারতই।
এই মন্তব্যের প্রশংসা করে গাভাসকার বলেন, ‘বাইরের দেশের ক্রিকেটাররা ভারতীয় দলের শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছেন—এটা দেখে ভাল লাগছে। ভারত যে শুধু দুবাই নয়, বিশ্বের যে কোনও স্টেডিয়ামেই বিজয়ী হত—এটা মেনে নিয়েছেন তাঁরা।‘ আর এই মেনে নেওয়াটাই প্রতিভাবান দলের অন্যতম লক্ষণ। ঠারেঠোরে নয়, সপাটে জানিয়েছেন গাভাসকার।